ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহ্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছে পাকিস্তান৷ পুলওয়ামা জঙ্গি হানায় মদত দিয়ে আরও একবার নিজেদের স্বরূপ প্রকাশ করেছে ইসলামাবাদ৷ তারা বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ তাদের ভিত্তি, জঙ্গিরা তাদের ভবিষ্যৎ৷ এর ফলও ভুগতে হচ্ছে ইমরান খান প্রশাসনকে। একদিকে আন্তর্জাতিক মহলের রোষের মুখে পড়েছে তারা৷ অন্যদিকে, পাক সেনা ও আইএসআইকে উচিত শিক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ভারত৷ কিন্তু একটু অন্য ভাবে৷ প্রথমেই ‘হাতে’ না মেরে, ‘সন্ত্রাসপ্রেমী’ পাকিস্তানকে ‘ভাতে’ মারার পথ মসৃণ করতে চাইছে নয়াদিল্লি৷ পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্য ভারত সীমান্তে খালাস করতে হলে, এবার বাড়তি শুল্ক গুনতে হবে। অর্থনৈতিক ভাবে তাদের আরও পঙ্গু করে দিতে এই কৌশল নিয়েছে কেন্দ্র৷
[পুলিশের ‘নাকখত’ শাস্তির প্রতিশোধ নিতেই আদিলের জঙ্গিযোগ, বলছেন বাবা ]
শুক্রবারই পাকিস্তানের উপর থেকে ‘মোস্ট ফেভারড নেশনের’ তকমা কেড়ে নিয়েছে ভারত৷ আর শনিবার পাকিস্তান থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক বসাল নয়াদিল্লি। এদিন টুইট করে এ খবর জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ টুইটে তিনি জানান, পুলওয়ামার ঘটনার পর পাকিস্তানকে আর মোস্ট ফেভারড নেশন বলে মনে করছে না ভারত৷ তা খারিজ করে নেওয়া হয়েছে৷ ফলে সেদেশের বিভিন্ন পণ্য ভারতে বিক্রির করতে হলে, সেসবের উপরে ২০০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান থেকে মূলত চামড়া, ফল, সিমেন্ট, জিপসাম ও মশলা আমদানি করে ভারত৷ তার মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় ফল, সিমেন্ট। এতদিন ফলের উপর ৩০-৫০শতাংশ শুল্ক দিতে হত পাকিস্তানকে। আর সিমেন্টে শুল্ক ছিল অনেকটাই কম – মাত্র ৭.৫ শতাংশ। অর্থনীতিবিদদের একাংশের ব্যখ্যা, এই হার ২০০ শতাংশ করে দেওয়ার অর্থ ওই দুটি সামগ্রীর আমদানি বাণিজ্যে প্রায় বন্ধের সামিল। গত বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত হিসাব বলছে, পাকিস্তান থেকে ৩৮১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে ভারত৷ আমদানি পণ্যে শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত পাকিস্তানের অর্থনীতিতে বড় ধাক্কা বলে অনুমান অর্থনৈতিক বিশেষজ্ঞদের৷
[কুলভূষণ মামলায় ১৮ তারিখ আন্তর্জাতিক আদালতে মুখোমুখি ভারত-পাকিস্তান]
বৃহস্পতিবার পুলওয়ামার জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর সিআরপিএফের ৭৪টি গাড়ির কনভয়কে টার্গেট করে জইশ জঙ্গিরা। কনভয়ে ছিলেন কমপক্ষ ২৫০০ জন জওয়ান৷ আচমকাই ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ওই কনভয়ের মধ্যে ঢুকে পড়ে এক জঙ্গি৷ সোজা গিয়ে ধাক্কা মারে জওয়ানদের একটি বাসে৷ সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায় জঙ্গিরা৷ যাতে এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৪৯ জন জওয়ান৷ ২০১৬-র উরির হামলার পর, এটিই ভারতীয় সেনার উপর সবচেয়ে বড় জঙ্গি হামলা৷ হামলার কিছুক্ষণ পরেই এক দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ নাম উঠে আগে আত্মঘাতী জইশ জঙ্গি আদিল আহমেদের৷
India has withdrawn MFN status to Pakistan after the Pulwama incident. Upon withdrawal, basic customs duty on all goods exported from Pakistan to India has been raised to 200% with immediate effect. #Pulwama
— Arun Jaitley (@arunjaitley) February 16, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.