ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ইসলামিক দেশগুলির সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন (OIC) -এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে ভারতের সমালোচনা করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে দেশজুড়ে তৈরি হওয়া ইসলামফোবিয়া কাটিয়ে ভারতীয় মুসলিমদের অধিকার রক্ষার দিকে নজর দিতে পরামর্শ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে টানাপোড়েনের মাঝেই মুসলিমদের জন্য ভারত স্বর্গ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভি।
India is heaven for minorities and Muslims. Their social, economic & religious rights are secure here. If someone is saying this out of a prejudiced mindset then they must look at the ground reality of this country & accept it: Union Minister Mukhtar Abbas Naqvi on OIC’s remarks pic.twitter.com/BmQERMJUMz
— ANI (@ANI) April 21, 2020
মঙ্গলবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতবর্ষ মুসলিমদের জন্য স্বর্গ। তাঁদের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার এখানে সুরক্ষিত রয়েছে। ভারতীয় মুসলিমরাও উন্নত মনের অধিকারী। যারা এই পরিবেশ নষ্ট করতে চাইছে তারা কখনই ভারতীয় মুসলিমদের বন্ধু নয়। তাই কেউ যদি বাস্তব পরিস্থিতিকে আগ্রহ্য করে অনুমানের ভিত্তিতে কোনও মন্তব্য করে তাতে আমাদের কিছু করার নেই। তাদের উচিত বাস্তবটা নিজের চোখে দেখে তারপরই এই বিষয়ে মন্তব্য করা।’
আগামী ২৪ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই কথা উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘২৪ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সমস্ত ধর্মীয় নেতা, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলি একজোট হয়ে সিদ্ধান্ত নেওয়ার পর মুসলিম সমাজের কাছে এই সময়ে বাড়িতে থাকার আবেদন জানিয়েছে। প্রার্থনা, ইফতার ও অন্য আচার-আচরণ বাড়িতে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করতে বলেছে। যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে শবেবরাত পালন করেছিলেন সেভাবেই রমজান পালন করবেন বলেই আশাকরি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.