সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বাড়ল ভোটারের সংখ্যা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় রেজিস্টার্ড ভোটারের সংখ্যা যা ছিল তার চেয়ে এখন ভোটার ৬ শতাংশ বেশি। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে ভোটার প্রায় ৯৭ কোটি। এমনটাই জানাল নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভোটার (Voter) রয়েছে ভারতেই। সংখ্যাটা হল ৯৬ কোটি ৮৮ লক্ষ। লিঙ্গঅনুপাতও ২০২৩ সালের ৯৪০ থেকে বেড়ে ২০২৪ সালে হয়েছে ৯৪৮। পুণেতে এক সংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার এই তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু সম্ভাব্য তারিখ হিসেবে ১৬ এপ্রিলকেই ধরা হচ্ছে। কয়েকদিন আগে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, লোকসভা ভোটের (Election 2024) প্রস্তুতির জন্যই আপাতত ১৬ এপ্রিলকে সামনে রাখা হয়েছে। তবে দিনটি চূডান্ত নয়। বিভ্রান্তি কাটাতে এই বিষয়ে কমিশন টুইটও করেছিল। এর সঙ্গে মূল নির্বাচনের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছিল তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, ১৬ এপ্রিল কিংবা তার কাছাকাছি তারিখেই ভোট হবে।
এবারের নির্বাচনে গত দুবারের মতোই এনডিএই শেষ হাসি হাসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন, বিরোধীরা যতই স্ট্র্যাটেজি তৈরি করুক না কেন, আসন্ন লোকসভা নির্বাচনে হাসতে হাসতে জিতবে এনডিএ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.