সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন থেকে ধীরে ধীরে আনলক হচ্ছে দেশ। আর সেই সঙ্গে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। যতদিন যাচ্ছে, দেশজুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। আর সেই জন্যই শুক্রবার জানিয়ে দেওয়া হল, আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধই থাকবে।
এর আগে গত মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, মধ্য জুলাই থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে। তবে সবটাই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। এরপর গত শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় জারি থাকবে নিষেধাজ্ঞা। অর্থাৎ আনলক টুয়ে পরিষেবা চালুর সম্ভাবনা জিইয়েই রেখেছিল সরকার। কিন্তু এদিন একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে দেওয়া হল, চলতি মাসে বিদেশে বিমান যাতায়াত বন্ধই থাকবে।
Ban on international commercial passenger flights to and from India extended till July 31, 2020. pic.twitter.com/6nltrHkG7d
— ANI (@ANI) July 3, 2020
DGCA-এর তরফে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে আগের মতোই কার্গো বিমান ও স্পেশ্যাল বিমান চলবে। এছাড়াও বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে বিশেষ কয়েকটি রুটে বিমান উড়ান ভরতে পারে।
উল্লেখ্য, প্রতিদিনই দেশজুড়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে ১২ আগস্ট পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে লোকাল-প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন চলাচলও। এবার আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে ধীরে চলো নীতি নিল কেন্দ্র। প্রসঙ্গত, আন্তর্জাতিক বিমান পরিষেবা যাতে এখনই শুরু না করা হয়, তার জন্য কেন্দ্রের কাছে আরজি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ দেখা গেল, সংক্রমণ ঠেকাতে চলিতি মাসে পরিষেবা নতুন করে চালু না করারই সিদ্ধান্ত নিল মোদি সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.