সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ সেপ্টেম্বর উরি সেক্টরে সেনা ছাউনিতে হামলার পর থেকেই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত৷ প্রত্যাশিতভাবেই তা অস্বীকার করেছে পাকিস্তান৷ পাল্টা অভিযোগ তুলে মিথ্যে দোষারোপের তত্ত্ব খাড়া করেছে ভারতের বিরুদ্ধে৷ এবার তা খারিজ করতেই পাকিস্তানের হাতে সমস্ত তথ্য প্রমাণ তুলে দিল ভারত৷
ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বসিতের হাতে এই প্রমাণ তুলে দেওয়া হয়৷ ভারতের পক্ষ থেকে জানানো হয়, উরি হামলার প্রেক্ষিতে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, যারা পাক অধীকৃত কাশ্মীরে বাসিন্দা বলে স্বীকার করেছে৷ ভারতে জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রে এরাই ‘গাইড’ হিসেবে কাজ করত৷ নিহত এক জঙ্গি যে মুজফ্ফরাবাদের বাসিন্দা তাও নিশ্চিত করেছে তারা৷
বরাবরই উরি হামলার নেপথ্যে তাদের যোগ অস্বীকার করেছিল পাকিস্তান৷ কোনও প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দায়ী করা হচ্ছিল বলে অভিযোগও তুলেছিল তারা৷ উরিতে নিহত জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র থেকেই তারা যে পাকিস্তানের সে আঁচ মিলেছিল৷ পাঠানকোট হামলার সময় জঙ্গিদের থেকে যে ধরনের নুমনা মিলেছিল, এখানেও তাই পাওয়া গিয়েছে৷ গ্রেফতার ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসা তথ্য থেকে পাক যোগ আরও নিশ্চিত হয়৷ মঙ্গলবার বিদেশসচিব এস জয়শঙ্কর সেই তথ্যই জানিয়ে দিলেন পাক হাই কমিশনার আব্দুল বসিতকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.