Advertisement
Advertisement

Breaking News

2024 Lok Sabha

মহারাষ্ট্রে চূড়ান্ত ইন্ডিয়া জোটের আসনরফা! রাহুলের ফোনের পরেই কাটল জট?

কত আসন পাচ্ছে কংগ্রেস?

INDIA finalize seat sharing in Maharashtra for 2024 Lok Sabha Election | Sangbad Pratidin

নিজস্ব চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:March 1, 2024 10:34 am
  • Updated:March 1, 2024 10:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মহারাষ্ট্রেও (Maharashtra) চূড়ান্ত হয়ে গেল আসনরফা। সূত্রের খবর, ৪৮টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে তিন শিবিরের মধ্যে। মুম্বইয়ের কোন আসনে কে লড়বে সেই সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর।

লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) বাংলায় তৃণমূল এবং পাঞ্জাবে আপ একলা লড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে প্রশ্ন উঠেছিল ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু তার পর থেকে ধীরে ধীরে সমঝোতা হয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে। একের পর এক রাজ্যেই আসন বন্টন নিয়ে একমত হয়েছে দলগুলো। বাংলায় একলা লড়ার নীতি নেওয়ার পরেও কংগ্রেসকে আসন ছাড়া নিয়ে আলোচনা চলছে তৃণমূলের অন্দরেও।

Advertisement

[আরও পড়ুন: লোকসভার প্রার্থীতালিকা চূড়ান্ত করতে ভোররাত পর্যন্ত বৈঠকে মোদি-শাহরা, চূড়ান্ত প্রায় ১৫০ নাম

এহেন পরিস্থিতিতেই মহারাষ্ট্রে চূড়ান্ত হয়ে গেল ইন্ডিয়া জোটের আসন সমঝোতা। সূত্রের খবর, ৪৮টি আসনের মধ্যে ২০টিতে লড়বে শিব সেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে শিবির। তবে নিজেদের ভাগ থেকে দুটি আসন বঞ্চিত বহুজন আগাড়িকে ছাড়তে হবে তাদের। অন্যদিকে, শরদ পাওয়ারের এনসিপিকে (NCP) দেওয়া হয়েছে ১০টি আসন। কিন্তু সেখান থেকে একটি আসন দেওয়া হবে নির্দল প্রার্থী রাজু শেট্টিকে। আর কংগ্রেস (Congress) লড়বে ১৮টি আসনে। তবে আসন রফা চূড়ান্ত হলেও এখনই সরকারিভাবে ঘোষণা হবে না। আগামী দুদিনের মধ্যেই চূড়ান্ত আসনরফা নিয়ে ঘোষণা হতে পারে।

সূত্রের খবর, মহারাষ্ট্রের আসন সমঝোতা নিয়ে জট কাটাতে আসরে নামেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরতিতে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ফোনে কথা বলেছেন তিনি। কথা বলেছেন শরদ পওয়ারের সঙ্গেও। তার পরেই চূড়ান্ত হয় আসন রফা। বিশ্লেষকদের অনুমান, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে সাফল্যের পরেই আরও আশাবাদী হয়েছে ইন্ডিয়া জোট। তার পর থেকেই একের পর এক রাজ্যে কেটেছে জোটের জট।

[আরও পড়ুন: রাজ্যসভাতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় এনডিএ, আরও চাপে বিরোধীরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement