Advertisement
Advertisement

Breaking News

চিন ভারত

সেনা প্রত্যাহার নিয়ে ১১ ঘণ্টার ম্যারাথন বৈঠক, গালওয়ান ইস্যুতে অনড় ভারত ও চিন

বৈঠকে চিনের সামনে বেশ কয়েকটি শর্ত রাখল ভারত।

India expresses outrage over 'premeditated' Galwan attack
Published by: Subhajit Mandal
  • Posted:June 23, 2020 1:04 pm
  • Updated:June 23, 2020 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ জুন রাতের ভয়াবহ সংঘর্ষের পর উত্তেজনার আবহেই ফের পূর্ব লাদাখ (Ladakh) নিয়ে আলোচনার প্রক্রিয়া শুরু করল ভারত ও চিন। গালওয়ানের সংঘর্ষের পর সোমবারই প্রথম আলোচনায় বসলেন দুই দেশের সেনাকর্তারা। সীমান্তের ওপারে মালডোতে চিনা সেনার ছাউনিতে প্রায় ১১ ঘণ্টা চললো আলোচনা। আগের মতোই ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চিনের তরফে বৈঠকে ছিলেন পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ জিনজিয়াং মিলিটারি রিজিয়নের কম্যান্ডার জেনারেল লিউ লিন। কিন্তু ১১ ঘণ্টার সেই বৈঠকের ফলাফল কী হল, তা এখনও স্পষ্ট নয়। কোনও দেশের তরফেই সরকারিভাবে এই বৈঠকের ফলাফল নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে সোমবারের বৈঠকে যে নির্ণায়ক কোনও সমাধান সুত্র বের হয়নি, তা স্পষ্ট। কারণ, মঙ্গলবার ফের দুই দেশ বৈঠকে বসছে।

সূত্রের খবর, সোমবারের বৈঠকে ভারত চিনের সামনে বেশ কয়েকটি শর্ত রেখেছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, প্যাংগং সংলগ্ন এলাকা থেকে বাহিনী প্রত্যাহার করতে হবে চিনকে। গালওয়ান (Gallowan) উপত্যকার দিকে মুখ করে যে সমস্ত নির্মাণ চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে চিনাদের। সেনা সূত্রের খবর, ভারত চিন সীমান্তে আগের মতো স্থিতাবস্থা চায়। এবং সেজন্য চিনা সেনা প্রত্যাহার হওয়া জরুরি। কিন্তু চিনের তরফে তেমন কোনও ইঙ্গিত এখনও মেলেনি। ভারত ও চিনের মধ্যে সমস্যা দুটি জায়গায়। এক, গালওয়ান উপত্যকা এবং দুই প্যাংগং শো (Pangong Tso) লেক। পূর্ব লাদাখের এই দুটি জায়গা নিয়েই ভারতের সঙ্গে বিবাদ বাঁধিয়েছে চিন। যে বিবাদের জেরে গত ১৫ জুন প্রাণ গিয়েছে দুই দেশের বহু সেনা জওয়ানের। কিন্তু তারপরও সমস্যা মেটার নাম নিচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: যুদ্ধের আবহেই দু’দিনের সফরে লাদাখ যাচ্ছেন সেনাপ্রধান, খতিয়ে দেখবেন নিরাপত্তা ব্যবস্থা]

আসলে এত সেনার রক্তক্ষয়ের পরেও গালওয়ান উপত্যকা এবং দুই প্যাংগং শো থেকে সেনা প্রত্যাহার করতে চাইছে না চিন। আবার ভারতও নিজেদের দাবিতে অনড়। ভারতের সাফ কথা, ওই দুই এলাকায় ভারতের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং ওই এলাকার সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে হবে চিনকে। সূত্রের খবর, এদিনের বৈঠকে ভারতীয় সেনা জওয়ানদের প্রতি চিনের ‘ঘৃণ্য’ হামলার তীব্র নিন্দা করেছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং (Harinder Singh)। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, চিনা বাহিনীর কমান্ডার তা নিশ্চিত করতে বলেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement