সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল তিন লক্ষের গণ্ডি। ১ জুন বিধি-নিষেধ শিথিল হওয়ার পর থেকেই দেশজুড়ে রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। ব্যতিক্রম হল না শনিবারও। এদিন ফের নতুন সংক্রমণের নিরিখে রেকর্ড গড়ল ভারত। উদ্বেগজনক হারে বাড়ল মৃতের সংখ্যাও।
India crosses 3 lakh mark as it reports the highest single-day spike of 11,458 new #COVID19 cases; total cases rise to 308993; 386 deaths in the last 24 hours. There are 145779 active cases, 154330 cured/discharged/migrated & 8884 deaths in the country so far: Ministry of Health pic.twitter.com/BL5k2J3dbE
— ANI (@ANI) June 13, 2020
শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (COVID-19) সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪৫৮ জন। অর্থাৎ প্রায় সাড়ে ১১ হাজার। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৯৫৬ জন। দেশে শনিবারই প্রথম ১১ হাজারের বেশি মানুষ নতুন করে সংক্রমিত হলেন। ফলে মোট সংক্রমণের সংখ্যা সরকারিভাবে ৩ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩ জন। এর মধ্যে শেষ দশদিনে অর্থাৎ আনলক শুরু হওয়ার পরই করোনা আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। যা রীতিমতো উদ্বেগের বিষয়। তবে এসবের মধ্যে স্বস্তির দিচ্ছে দেশে সুস্থতার হার। করোনা যুদ্ধে জয়ীর সংখ্যাটাও পেরিয়ে গিয়েছে দেড় লক্ষ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৩৩০ জন। আপাতত চিকিৎসাধীন ১ লক্ষ ৪৫ হাজার ৭৭৯ জন। সরকারিভাবে করোনা আক্রান্তের সংখ্যায় ব্রিটেনকেও টপকে আপাতত চতুর্থ স্থানে ভারত। ভারতের উপরে রয়েছে শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল আর রাশিয়া।
মৃতের সংখ্যার নিরিখেও ক্রমশ উপরের সারিতে এগোচ্ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যাটাও ৯ হাজারের কাছাকাছি গিয়ে দাঁড়াল। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৮৪ জনের। মৃতের সংখ্যার নিরিখেও প্রথম দশে ঢুকে পড়েছে দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.