Advertisement
Advertisement

‘গোরক্ষার নামে মুসলিম নিধন বন্ধ হোক, নাহলে দেশভাগ আসন্ন’

পিডিপি নেতার হুমকি!

India could be faced with another partition if cow vigilantism doesn’t stop, PDP leader Muzaffar Hussain Baig warned.
Published by: Tanujit Das
  • Posted:July 29, 2018 1:58 pm
  • Updated:July 30, 2018 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোরক্ষার নামে মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না হলে, আরও একটা দেশ ভাগ দেখবে দেশ৷’ ঠিক এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিলেন পিডিপি নেতা মুজাফ্ফর হুসেন৷ বললেন, এই তাণ্ডব রোধে এখনই তৎপর বন্ধ হওয়া উচিত প্রশাসনের৷ নেওয়া উচিত কঠোর পদক্ষেপ৷ পাশাপাশি, রাজস্থানের আলোয়ারে গরু পাচারকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় কেন্দ্রতে খোঁচা দিতেও ছাড়েননি তিনি৷

[আধার নম্বর নিয়ে তথ্য ফাঁস করে দেখান, চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ট্রাই প্রধান]

Advertisement

শনিবার ছিল পিডিপি-র ১৯তম প্রতিষ্ঠা দিবস৷ সেই উপলক্ষে শ্রীনগরের একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন বারামুলার এই সাংসদ৷ সেখানে বক্তৃতার সময়েই দেশভাগের প্রসঙ্গ টেনে আনেন তিনি৷ বলেন, ১৯৪৭-এর দেশভাগের সমস্যা রোজ পোয়াতে হচ্ছে কাশ্মীরকে৷ আবারও একই ভুল হতে দেওয়া যায় না৷ গোরক্ষার নামে মুসলিমদের উপরে সমগ্র দেশে যে অত্যাচার চলছে তা বন্ধ হওয়া প্রয়োজন৷ নাহলে আরও একবার দেশভাগ আসন্ন৷ তবে পিডিপি সাংসদের হঠাৎ এই বোধদয়ের পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা কোনও মতেই অস্বীকার করতে পারছেন না বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে,  সন্ত্রাস দমনে ব্যর্থ অভিযোগ তুলে জম্মু-কাশ্মীরে পিডিপি-র সঙ্গে আগেই জোট ভেঙেছে বিজেপি৷ সংখ্যালঘু সরকার হয়ে পড়ায় মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে৷ এমতঅবস্থায়, গোরক্ষার প্রসঙ্গ টেনে কেন্দ্রের বিজেপি সরকারকে পালটা চাপে ফেলার জন্যই পিডিপি সাংসদের এমন হুমকি বলে মনে করছেন তাঁরা৷

[আরও মজবুত দিল্লির নিরাপত্তা, হামলার আগে আকাশেই ধ্বংস হবে শত্রুর মিসাইল]

গণধোলাইয়ে মৃত্যু ও গোরক্ষার নামে উগ্র গেরুয়াপন্থীদের তাণ্ডব নিয়ে অনেকদিন ধরেই কেন্দ্রের মোদি সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সুর চড়িয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের অভিযোগ, হিন্দুত্বের নামে গোটা দেশজুড়ে হিংসা ও বিদ্বেষ ছড়াচ্ছে গেরুয়া শিবির। বিরোধীদের অভিযোগের উত্তরও দিয়েছে কেন্দ্র৷ গণপিটুনি ও গোরক্ষকদের তাণ্ডব রুখতে উদ্বেগ প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই ধরনের গুরুতর অভিযোগ উঠলে কোনও রং না দেখেই আগে কড়া পদক্ষেপ নিক রাজ্য সরকারগুলি৷ একাধিকবার তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা যেহেতু রাজ্যের বিষয় তাই তাতে হস্তক্ষেপ করবে না কেন্দ্র৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement