সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার আবহে আরও কোণঠাসা পাকিস্তান। এবার পাক বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিতে চলেছে ভারত। এমনকী জলপথেও জারি হতে পারে নিষেধাজ্ঞা! সূত্রের খবর এমনই। পহেলগাঁও হামলার দু’দিন পরেই শিমলা চুক্তি বাতিল করে পাকিস্তান। তারপর থেকে প্রত্যেক দিনই পাক সেনা গুলি চালাচ্ছে সীমান্তে। আজও গুলির লড়াইয়ে কেঁপে উঠেছে উপত্যকা। এনিয়ে টানা পাঁচদিন নিয়ন্ত্রণরেখায় গুলি চালাল পাক সেনা।
গত সপ্তাহে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল পাক সরকার। এবার পদক্ষেপ করার পথে দিল্লি। জানা গিয়েছে, পড়শি দেশকে আরও চাপে ফেলতে আকাশ ও জলপথেও নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে নরেন্দ্র মোদি সরকার। এর ফলে বিপদ বাড়বে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর। কুয়ালালামপুরের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার গন্তব্যগুলোতে পৌঁছতে চিন বা শ্রীলঙ্কার মতো দেশগুলোর উপর দিয়ে ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করতে হবে। তবে পহেলগাঁও হামলার পর থেকেই ভারতের আকাশসীমা এড়িয়ে চলছে পাক বিমানগুলো। এছাড়া বিভিন্ন পণ্যবাহী জাহাজও যদি এদেশে না আসে তাহলে বাণিজ্য আরও ধাক্কা খাবে ইসলামাবাদের।
পহেলগাঁওয়ে ২৫ পর্যটক ও এক স্থানীয়ের রক্ত লেগে রয়েছে যে জঙ্গিদের হাতে, তারা পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফের সদস্য। যারা হামলার কিছুক্ষণের মধ্যেই দায় স্বীকার করে। এই জেহাদিদের ছবি ও পরিচয় প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেখান থেকেই জানা গিয়েছে, হামলাকারীর মধ্যে দু’জন ভারতীয় ও বাকি সকলেই পাকিস্তানি। যদিও পরে হামলার দায় অস্বীকার করে টিআরএফ।
পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু ঘটনার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাঁদের ১ মে-র মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান-দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। যার পালটা হিসাবে ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য় পাক ভিসা বাতিল, হাইকমিশনের কর্মী প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলো নিয়েছে ইসলামাদ। তবে ভারত থেকে পাকিস্তানে যাওয়া শিখ পুণ্যার্থীদের ছাড় দেওয়া হবে। কিন্তু শিমলা চুক্তি-সহ অন্যান্য বাণিজ্যিক চুক্তিও বাতিল করে দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.