সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে (Ukraine) ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া (Russia)। ৭৫টি মিসাইলের হানায় ইউক্রেনের বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাল ভারত। সোমবার বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত (India)। যত তাড়াতাড়ি সম্ভব কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার কথাও বলা হয়েছে ভারতের বিদেশমন্ত্রকের তরফে। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বরাবরই কথা বলে সমস্যা মেটানোর প্রস্তাব দিয়ে এসেছে ভারত।
India is deeply concerned at escalation of conflict in #Ukraine, incl targeting of infrastructure & civilian deaths. We reiterate escalation of hostilities is in no one’s interest. We urge immediate cessation of hostilities & urgent return to the path of diplomacy & dialogue: MEA pic.twitter.com/mHsvB0SLVt
— ANI (@ANI) October 10, 2022
রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার (Crimea) সংযোগকারী সেতুতে বিস্ফোরণের বদলা নিতে সোমবার সকাল বেলা ইউক্রেনের নানা শহরে মিসাইল হামলা চালায় রাশিয়া। জানা যায়, ৭৫টি মিসাইল আছড়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ বেশ কয়েকটি অঞ্চলে। সেই প্রসঙ্গেই একটি বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, “ইউক্রেনে যেভাবে আক্রমণ করা হয়েছে, তা নিয়ে ভারত যথেষ্ট চিন্তিত। সাধারণ মানুষের বাসস্থান লক্ষ্য করে যেভাবে হামলা হয়েছে, তা উদ্বেগজনক।”
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আরও বলেছেন, “আমরা মনে করি, শত্রুতা বাড়ালে কোনও পক্ষেরই লাভ হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই আক্রমণ বন্ধ করে কূটনৈতিক আলোচনার পথ অবলম্বন করতে হবে। শান্তি ফেরানোর জন্য সমস্ত রকমের উদ্যোগে সমর্থন জানাবে ভারত।” সেই সঙ্গে বিদেশমন্ত্রকের বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী সকল দেশের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছিল ভারত। তবে পরবর্তীকালে রাষ্ট্রসংঘের নানা রুশ বিরোধী ভোটাভুটিতে অংশ নেওয়া থেকে বিরত থেকেছে ভারত। ফলে বিশেষজ্ঞদের অনুমান, আদতে রাশিয়ার পাশেই দাঁড়াচ্ছে ভারত। নিরপেক্ষ অবস্থান বজায় রাখার ফলে সারা বিশ্বে প্রশংসিত হয়েছে ভারতের কূটনীতি। তবে ইউক্রেনের উপর হামলা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। অন্যদিকে, ইউক্রেনে থাকা ভারতীয়দের প্রতি বিশেষ নির্দেশিকা জারি করেছে সেদেশের ভারতীয় দূতাবাস। খুব প্রয়োজন না পড়লে বাড়ি থেকে না বেরতে নির্দেশ দেওয়া হয়েছে ইউক্রেনে থাকা ভারতীয়দের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.