সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্স, জার্মানি ও স্পেনের পর্যটকদের জন্য বন্ধ ভারতের দরজা। করোনা সংক্রমণের আশঙ্কায় পশ্চিমের এই তিন দেশ থেকে আসা পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। বাতিল করা হয়েছে সমস্ত প্রকার ভিসা। এছাড়া ইরান ও ইটালিয় নাগরিকদের ভিসার উপরও রাশ টানা হয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস করোনা। চিনে আঁতুড়ঘর হলেও বর্তমানে এই ভাইরাস প্রভাব ফেলেছে ইউরোপের দেশগুলিতেও। ইটালিতে প্রায় ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত। বাকি দেশগুলোতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতেও এই ভাইরাসের প্রভাব পড়েছে। আক্রান্তের সংখ্যা যাতে আর না বাড়ে, সেই কারণে বিদেশিদের এদেশে আসার ক্ষেত্রে রাশ টেনেছে ভারত সরকার। দেশের প্রতিটি বিমানবন্দরে পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে যাত্রীদের। এ সবের পর ভারত সরকারের পক্ষ থেকে একটি ট্রাভেল অ্যাডভাইসারি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ফ্রান্স, জার্মানি ও স্পেনের নাগরিকদের ভিসা ও ই-ভিসার বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই তিন দেশের জন্য কোনও ভিসা জারি করা হবে না।
এছাড়া ইটালি, ইরান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ভিসা ইস্যুর ক্ষেত্রেও জারি হয়েছে নতুন নির্দেশিকা। ৩ মার্চের আগে যাদের ভিসা ইস্যু করা হয়েছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া ১ ফেব্রুয়ারির আগে যদি কোনও পর্যটক চিন, ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ভ্রমণ করে থাকেন, তাঁদের ভিসা দেওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, গোটা বিশ্বের প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যাঁরা এই মুহূর্তে ভারতে ঘুরতে আসতে চাইছেন, তাঁরা হয়তো অজান্তেই করোনার বাহক হয়ে পড়েছেন। তাই ভিসা ইস্যুর উপরেই রাশ টেনেছে সরকার। তবে ইটালি ও দক্ষিণ কোরিয়ার কেউ যদি জরুরি প্রয়োজনে ভারতে আসতে চায় তবে তাদের মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে। সেখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে ওই নির্দিষ্ট ব্যক্তি Covid-19 নেগেটিভ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.