সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’মাস ছ দিনের লকডাউন প্রায় উঠে যাওয়ার পথে। সোমবার থেকে Containment Zone ছাড়া দেশের বাকি সর্বত্র ধাপে ধাপে স্বাভাবিক হবে পরিষেবা। কিন্তু দেশের করোনা পরিস্থিতি আদৌ কতটা এই লকডাউন প্রত্যাহারের পক্ষে অনুকূল, তা নিয়ে বিস্তর চর্চা চলেছে। এবার বিশ্বের পরিসংখ্যান দিয়ে হিসেবনিকেশ করে দেখা গেল, ভারতের অবস্থা অনেকটা অবনতির দিকেই। নিত্যদিন করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে বিশ্বে নবম স্থান থেকে এবার সোজা সপ্তমে উঠে এল ভারত। ১ লক্ষ ৮৮ হাজারের গণ্ডি টপকে পেরিয়ে গেল জার্মানি এবং স্পেনকে।
করোনা সংক্রমণের হারে রোজই নতুন নতুন রেকর্ড হচ্ছিল দেশে। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৩৮০ জনের শরীরে সংক্রমণ ঘটেছে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিল এই সংখ্যা। গত তিনদিন ধরেই ভারতের ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হচ্ছিল, যা নিয়ে বাড়ছিল উদ্বেগ। তবে রবিবার তা সর্বোচ্চ হওয়ায় ১ লক্ষ ৮৮ হাজারের কোটা পেরিয়ে সোজা সপ্তম স্থানে উঠে এল ভারত। পিছনে ফেলে দিল জার্মানি, ফ্রান্স। সেখানে এখনও পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ১লক্ষ ৮৩ হাজার।
বিশেষজ্ঞদের একাংশের কথায় COVID-19 ভাইরাসটি যেভাবে প্রতিনিয়ত চরিত্র বদল করছে এবং গতি বাড়াচ্ছে, তাতে পরিস্থিতি দিনদিন সংকটজনক হয়ে উঠছে। শুধু ভারতেই নয়, বিশ্বের অন্য়ান্য দেশগুলিও যখন লকডাউন শিথিল করার কথা ভাবছে, তখনই বিপদ আরও জাঁকিয়ে বসতে পারে। এই সতর্কবার্তা দিচ্ছেন। এমনকী ধীরে ধীরে সব স্বাভাবিকের পথে গেলে করোনা সংক্রমণে দ্বিতীয় ধাক্কা খেতে হতে পারে। ফের আরও ভয়ংকর রূপ নিয়ে ফিরতে পারে COVID-19. কিন্তু ভারতের মতো অর্থনৈতিক পরিকাঠামোর দেশে এতগুলো দিন সম্পূর্ণ লকডাউনে থাকা কার্যত অসম্ভব। সেকথা মাথায় রেখেই ২ মাস ধাপে ধাপে সব কাজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
তবে ব্রিটেন, ব্রাজিলের মতো দেশের পরিস্থিতি যেখানে সংকটজনক, সেখানে লকডাউন শিথিলের সিদ্ধান্ত কার্যত বোকামি ছাড়া আর কিছু নয় বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। বিশ্বের করোনা তালিকায় অবশ্য এখনও শীর্ষে আমেরিকা, তারপরেই রয়েছে রাশিয়া, ব্রাজিল, ব্রিটেনের মতো দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.