সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম না করে চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার তিনি বলেন, ‘শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও শত্রু নিধনে সক্ষম ভারত।’
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাঁচ ভারতীয় সেনা কমান্ডোর একটি দল তিন পাক সেনাকে নিধন করে। গুঁড়িয়ে দেয় পাক সেনার পোস্টও। অনেকটা সার্জিক্যাল স্ট্রাইকের কায়দায় পাক রেঞ্জার্সের আত্মবিশ্বাসকে তছনছ করে দেয় ভারত। রাজৌরিতে পাক সেনার ‘বর্ডার অ্যাকশন টিম’ ভারতের চার জওয়ানকে হত্যা করে। ওই হত্যাকাণ্ডেরই বদলা নিতে ভারতীয় সশস্ত্র সেনা নিয়ন্ত্রণরেখা পেরোয়। এই ঘটনায় পাক সেনার মনোবলে এমন চিড় ধরে যে পাক প্রতিরক্ষামন্ত্রক বাধ্য হয়, অভিযানের সত্যতা স্বীকারে।
We want to maintain good relations with our neighbour (Pakistan) but they don’t stop doing mischief. We have given a strong message to the world that India can kill its enemies not only on this side, but on that side of the border as well: Home Minister Rajnath Singh pic.twitter.com/s9DaSjG8Of
— ANI (@ANI) January 21, 2018
ওই অভিযানের সাফল্যের এক মাসের মধ্যেই ফের রাজনাথের গলায় শোনা গেল গেল সতর্কবাণী। এক প্রকাশ্য জনসভায় রাজনাথ বললেন, ‘মাসখানেক ধরে পাক সেনা কাপুরুষের মতো হামলা চালিয়ে ১৭ জন জওয়ানকে শহিদ করে। কিন্তু পাকিস্তান জানে না, নরেন্দ্র মোদির নেতৃত্বে এক নয়া ভারতের উদয় হয়েছে। আমাদের সেনা পাকিস্তানে ঢুকে হত্যাকারী ও জঙ্গিদের খুঁজে খুঁজে মেরেছে।’ এখানেই না থেমে রাজনাথ আরও জানান, বিদেশি রাষ্ট্রগুলির কাছে ভারত এখন শক্তিশালী এক দেশ। শুধু দেশের মাটিতেই নয়, এখন বিদেশেও শত্রু নিধনে সিদ্ধহস্ত ভারতীয় সেনা। পাকিস্তানের জঙ্গিবাদের কাছে শান্তিপ্রিয় ভারত কখনই মাথা নিচু করবে না বলেও এদিন সাফ জানিয়েছেন রাজনাথ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.