সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসছে না বলেই জানিয়ে দিল ভারত৷ শুক্রবার এই সিদ্ধান্তের কথা ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়৷ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান মুখে ভারতের সঙ্গে সখ্যতার কথা বললেও, তাঁর মদতেই দেশের উপর ক্রমাগত আক্রমণ চলছে বলেই মত বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিস কুমার৷
শুক্রবার সকালেই কাশ্মীরের সোপিয়ানে তিন পুলিশকর্মীকে অপহরণ করে জঙ্গিরা৷ কয়েকঘণ্টা পরেই ওই পুলিশকর্মীদের দেহ উদ্ধার করা হয়৷ তাঁদের প্রত্যেকের দেহে মিলেছে একাধিক গুলির চিহ্ন৷ এই ঘটনার ঠিক দু’দিন আগে হিজবুল মুজাহিদিন জঙ্গিরা একটি হুমকি ভিডিও প্রকাশ করে৷ ওই ভিডিওর মাধ্যমে পুলিশকর্মীদের পদত্যাগ করার ইঙ্গিত দেয় জঙ্গিরা৷ তারপরই মহরমের দিন পাক জঙ্গিগোষ্ঠীর বর্বরতায় আরও জটিল হয়েছে ভারত ও পাক সম্পর্ক৷ এর আগে আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে মঙ্গলবার ঘাস কাটতে যান বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমার৷ তখনই গুলি চলে৷ ঘণ্টাছয়েক ধরে নিখোঁজ থাকার পর বিএসএফের হেড কনস্টেবলের গলাকাটা দেহ উদ্ধার করা হয়৷ তাঁর দেহ মিলেছে তিনটি গুলির চিহ্ন৷ রামগড় সেক্টরের অমানবিক এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে পাক রেঞ্জার্সদের যোগসাজশ৷ তাদের মোক্ষম জবাব দেওয়ার আবেদন করেন শহিদ বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমারের পরিজনরা৷
সীমান্তে একের পর এক ভারতীয় সেনার উপর হামলা চলছে৷ এর জেরে ক্রমশই নষ্ট হচ্ছে ভারত-পাক সম্পর্ক৷ দু’দেশের সম্পর্কের উন্নতিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আলোচনায় বসার আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তান সম্পর্কের উন্নতি করতে চায় বলেই ভেবেছিল ভারত৷ কিন্তু উপত্যকায় তিন পুলিশকর্মীর প্রাণনাশের ঘটনায় ক্ষুব্ধ ভারত৷ পাকিস্তান মোটেও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় না বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এই পরিস্থিতিতে আলোচনার কোনও প্রশ্নই ওঠে না বলে জানানো হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.