সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠান্ডা ঘরের আলাপ-আলোচনা পর্বের পর জনতার দরবারে যাওয়ার পথে শুরুতেই হোঁচট খেল ইন্ডিয়া (INDIA) শিবির। অক্টোবরের প্রথম সপ্তাহে মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়া জোটের প্রথম যে জনসভা হওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়ে গেল। শনিবার সভা বাতিলের খবর জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।
ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিজেপি (BJP) সরকারের দুর্নীতি ইস্যুকে সামনে রেখে ভোপালে জোটের প্রথম জনসভাটি করা হবে। মূলত কংগ্রেস (Congress) ওই জনসভার আয়োজনের দায়িত্বে থাকলেও ইন্ডিয়ার অন্য শীর্ষ নেতারা ওই জনসভায় থাকবেন। তার পর দেশের অন্যান্য প্রান্তেও এই ধরনের জনসভা হবে। কিন্তু শনিবার কমল নাথ জানিয়ে দিলেন, ওই জনসভা বাতিল হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জোটের অন্যান্য নেতাদের সঙ্গে কথা আলোচনা করে বৈঠকের নতুন স্থান এবং দিনক্ষণ ঠিক করবেন।
ইন্ডিয়া জোটের জনসভা বাতিল নিয়ে প্রত্যাশিত ভাবেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলছেন, ওরা সনাতন ধর্মকে অপমান করেছে। সেই বিতর্কের আঁচ এড়াতেই এই সভা বাতিল করা হয়েছে। শিবরাজের দাবি,”মধ্যপ্রদেশের মানুষ কোনওদিন সনাতন ধর্মের অপমান মেনে নেবে না। আমাদের বিশ্বাসে আঘাত করা হয়েছে। মানুষের ক্ষোভের আঁচ পেয়েই জনসভা বাতিল করেছে বিরোধীরা।”
বস্তুত, ডিসেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে অক্টোবরের প্রথম সপ্তাহে ভোপালে ইন্ডিয়ার জনসভা হলে সেটা বেশ তাৎপর্যপূর্ণ হত। কিন্তু এর মধ্যে সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের করা মন্তব্যে বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। সেই বিতর্কের আঁচ কোনওভাবেই যাতে বিধানসভা নির্বাচনে না পড়ে, সেটা নিশ্চিত করতে চাইছে কংগ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.