সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃথা গোঁসা করে লাভ হবে না। ইন্ডিয়া জোট নিয়ে পরবর্তী আলোচনা হবে পাঁচ রাজ্যের ভোটের পরই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) বকলমে বুঝিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে কংগ্রেস সূত্রের খবর, নীতীশের ক্ষোভ প্রশমন করারও চেষ্টা করেছেন খাড়গে।
বস্তুত, ইন্ডিয়া (INDIA) জোটের সূচনাটা যে দ্রুততার সঙ্গে হয়েছিল, সে তুলনায় অগ্রগতি অনেকটাই স্তিমিত। জোটের অধিকাংশ শরিক চাইছিলেন, নভেম্বরের মধ্যে আসন সমঝোতা সেরে নিয়ে যৌথ প্রচারে নেমে পড়তে। কিন্তু পাঁচ রাজ্যের ভোট ঘোষণার কয়েক সপ্তাহ আগে থেকেই কার্যত নিস্ক্রিয় হয়ে যায় সবচেয়ে বড় শরিক কংগ্রেস। যার জেরে জোট আলোচনা আর এগোয়নি। এসবের মধ্যে আবার বিভিন্ন রাজ্যে জোটের শরিকদের বয়ানবাজিতে ফাটলের তত্ত্ব জোরাল হওয়া শুরু করেছে।
কংগ্রেসের (Congress) গাছাড়া ভাবের জন্যেই ক্ষতি হচ্ছে ইন্ডিয়া (INDIA) জোটের। বৃহস্পতিবার সিপিআইয়ের এক সভায় ইন্ডিয়া জোটের অগ্রগতি থমকে যাওয়ার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন নীতীশ কুমার। জেডিইউ সুপ্রিমো বলে দেন, “জোটের অগ্রগতি হচ্ছে না। কংগ্রেস পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। সব দল একমত হয়েছিল, কংগ্রেসই নেতৃত্ব দেবে। কিন্তু এখনও মনে হচ্ছে, বিধানসভা ভোটের পরেই পরবর্তী বৈঠকের বিষয়ে আগ্রহী হবে ওরা। কংগ্রেসের (Congress) গাছাড়া ভাবের জন্য ক্ষতিই হচ্ছে ইন্ডিয়া (INDIA) জোটের।” নীতীশের সেই মন্তব্যে বিরোধী শিবিরে রীতিমতো উথালপাথাল পরিস্থিতি তৈরি হয়ে যায়। কংগ্রেসকে বিঁধতে আসরে নামে বিজেপিও।
পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে যায় যে, আসরে নামতে হয় খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। শোনা যাচ্ছে, নীতীশকে ফোন করেছেন খাড়গে। তাঁকে দলের পরিস্থিতি বুঝিয়ে বলেছেন তিনি। জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে কংগ্রেসের শীর্ষ নেতারা ব্যস্ত পাঁচ রাজ্যের ভোট নিয়ে। ভোট মিটলেই আবার জোট নিয়ে ভাবনা শুরু হবে। খাড়গে নীতীশকে বুঝিয়েছেন, ইন্ডিয়া জোট কংগ্রেসের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। কোনওরকম ভাবেই জোটে কোনও গাছাড়া মনোভাব বা ঢিলেমি করা হচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.