ফাইল ছবি
আনলক ফোরেও দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪১ লক্ষ ১৩ হাজার ৮১২ জন। মৃত্যু হয়েছে ৭০ হাজার ৬২৬ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৮০,৭৮৮ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৫৬২ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.১১: ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, সংক্রমণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে ভারত।
With record spike of 90,633, India becomes 2nd most COVID-affected country
Read @ANI Story | https://t.co/3k3fiig7pX pic.twitter.com/gk4vEnuvsH
— ANI Digital (@ani_digital) September 6, 2020
রাত ১০.৫৮: কেরলের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক করোনা আক্রান্ত। তিনি হাসপাতালে ভরতি রয়েছেন।
রাত ১০.৫০: ঝাড়খণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ হাজার ৬৩ জন।
Jharkhand’s #COVID19 case tally rises to 51063 with 1246 cases reported today. The numbers of active and recovered cases are 14,410 and 36,184 respectively; the death toll is at 469: State Health Department pic.twitter.com/pnXGY5wgzM
— ANI (@ANI) September 6, 2020
রাত ১০.৩৭: আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট ফিজিও করোনা আক্রান্ত।
Delhi Capitals Assistant Physiotherapist has tested positive for #COVID19. He was going through his mandatory quarantine, and had tested negative for his first two tests conducted on arrival in Dubai, and tested positive for the third one: Delhi Capitals #IPL2020
— ANI (@ANI) September 6, 2020
রাত ১০.২০: বেঙ্গালুরুতে সুস্থ হয়ে ওঠে মাসখানেকের মাথায় দ্বিতীয়বার করোনা সংক্রমণ।
রাত ১০.০৭: হরিয়ানার করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি।
CM Manohar Lal, was admitted in Medanta on August 25 & is undergoing treatment for #COVID19. In a medical bulletin issued by Hospital today, Medical Superintendent, Dr AK Dubey informed that CM is well-rested & his vitals parameters are normal: Haryana Chief Minister’s Office pic.twitter.com/YVXLwkEmna
— ANI (@ANI) September 6, 2020
রাত ৯.৪৯: রাজস্থানে একদিনে আক্রান্ত ১,৫৯৩ জন।
Rajasthan records 1,593 new #COVID19 cases, 15 deaths, 1,616 recoveries today. The total cases in the state rise to 90,956, including 1,137 deaths, 74,861 recoveries and 73,715 discharges. Active cases stand at 14,958: State Health Department pic.twitter.com/DmHfyscEg4
— ANI (@ANI) September 6, 2020
রাত ৯.৪৭: গোয়ায় আক্রান্ত আরও ৩৭৪ জন।
374 new #COVID19 cases and 558 recoveries reported in Goa today. Total number of cases now at 20,829 including 4,754 active cases, 15,839 recoveries and 236 deaths: State Health Department pic.twitter.com/9WXwH2ZL0e
— ANI (@ANI) September 6, 2020
রাত ৯.৪৫: করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অক্সিজেনের মাত্রা কিছুটা কম। এছাড়াও রক্তে শর্করার পরিমাণ বেশি রয়েছে তাঁর। তাই কিছুটা হলেও মন্ত্রীকে নিয়ে চিন্তিত প্রত্যেকেই।
রাত ৯.৩৮: করোনাকালে ফের স্বস্তির খবর কলকাতায়। স্বাস্থ্যভবনের তথ্যে স্পষ্ট, মহানগরের কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে একেবারে ১ নেমে এল। গত ১১ মে যেখানে শহরের কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩৩৮ সেখানে এদিন মাত্র একটিতে নেমে আসায় কোভিডের আতঙ্কের মেঘ কাটল বলে মনে করছেন পুরসভার কর্তারা। এখন উত্তর কলকাতার ২৬ নম্বর ওয়ার্ডের লোহাপট্টির কাছের ১৩ ও ২১ নম্বর উমেশ দত্ত লেনের বাড়ি দু’টি মিলিয়ে শহরে এই মুহূর্তে করোনার একমাত্র কনটেনমেন্ট জোন রয়েছে।
রাত ৯.২৮: হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৭ জন।
397 new #COVID19 positive cases and 197 patients have cured in Himachal Pradesh in the last 24 hours. Total number of cases now at 7415 including 2176 active cases and 53 deaths: State Health Department pic.twitter.com/xZfgohBb7c
— ANI (@ANI) September 6, 2020
রাত ৯.০৮: মুম্বইতে আক্রান্ত ১,৯১০ জন।
1,910 new #COVID19 cases, 911 recoveries & 37 deaths reported in Mumbai today. The total number of positive cases increases to 1,55,622 in Mumbai, including 23,930 active cases, 1,23,478 recovered cases & 7,866 deaths: Brihanmumbai Municipal Corporation (BMC). #Maharashtra pic.twitter.com/XOY6V9mJqr
— ANI (@ANI) September 6, 2020
রাত ৯.০৫: সবুজ সংকেত দিল স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া (সাই)। আগামী সোমবার থেকেই পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের জাতীয় শিবির। যে শিবিরে যোগ দেবেন সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্তের মতো তারকা প্লেয়াররা। তবে কোভিড বিধি মেনেই শুরু হবে জাতীয় শিবিরে।
রাত ৮. ৫৮: মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৩ হাজার ৩৫০ জন।
23,350 new #COVID19 cases, 7,826 recoveries and 328 deaths reported in Maharashtra today. Total number of cases rise to 9,07,212 including 6,44,400 discharges, 2,35,857 active cases and 26604 deaths: State Health Department
— ANI (@ANI) September 6, 2020
রাত ৮. ৫০: দিল্লির মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৯০ হাজারের গণ্ডি।
Delhi’s #COVID19 case tally reaches 1,91,449 with 3,256 new cases and 29 deaths reported today. The numbers of active and recovered cases are 20,909 and 1,65,973, respectively. Death toll rises to 4,567: Delhi Government pic.twitter.com/WSSjC0oLIU
— ANI (@ANI) September 6, 2020
রাত ৮.৪৯: আজ ২৬,৮২৯ জনে অ্যান্টিজেন ব়্যাপিড টেস্ট হয়েছে।
9,217 RTPCR/CBNAAT/TrueNat tests and 26,829 Rapid antigen tests conducted today. So far, 17,80,512 tests have been conducted so far & Tests Per Million (TPM) stands at 93,711: Health Department, Government of Delhi https://t.co/BdlsUDUStQ
— ANI (@ANI) September 6, 2020
রাত ৮. ২৫: হরিয়ানায় নতুন করে আক্রান্ত ২২৭৭ জন।
Haryana reports 2277 new #COVID19 cases and 25 deaths today, taking the total number of cases to 76549 including 806 deaths: State Health Department pic.twitter.com/FmByg5YxXc
— ANI (@ANI) September 6, 2020
রাত ৮.০০: রাজ্যে নতুন করে সংক্রমিত ৩,০৮৭ জন। মৃত্যু হয়েছে ৫২ জন। এই একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩, ২০৭ জন।
সন্ধে ৭. ৪০: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৬১ জন।
261 new #COVID19 positive cases reported in Chandigarh today taking the total number of cases to 5763 including 2250 active cases, 3439 cured cases and 71 deaths: Health Department, Chandigarh
— ANI (@ANI) September 6, 2020
সন্ধে ৭. ২০: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৯, ৩১৯ জন।
সন্ধে ৭. ১০: উত্তরাখণ্ডে নতুন করে সংক্রমিত ৬৬৮ জন।
668 new positive cases reported in Uttarakhand today. The total number of #COVID19 cases in the state is now 24,629 including 16,573 recoveries, 7,640 active cases and 341 deaths: State Health Department pic.twitter.com/YMo407KEFc
— ANI (@ANI) September 6, 2020
সন্ধে ৬. ৫৭: জম্মু কাশ্মীরে নতুন করে সংক্রমিত ১, ৩১৬ জন।
সন্ধে ৬. ৪৫: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত প্রায় ১০ হাজার ৮০০ জন।
Andhra Pradesh reports 10,794 new #COVID19 cases and 70 deaths in the last 24 hours. Total number of cases now at 4,98,125 including 99,689 active cases, 3,94,019 recoveries and 4,417 deaths: State Health Department pic.twitter.com/IiwDeaY71E
— ANI (@ANI) September 6, 2020
সন্ধে ৬. ২০: করোনা আক্রান্ত অভিনেত্রী মলাইকা আরোরা।
বিকেল ৬.০০: মণিপুরে নতুন করে সংক্রতি ১৩৯ জন।
বিকেলে ৫. ২৫: বিহারে নতুন করে করোনা আক্রান্ত ১,৭৯৭ জন।
1,797 new #COVID19 cases reported in Bihar in the last 24 hours, taking the total number of active cases in the state to 16,603. 1,30,300 patients have recovered till now and the death toll stands at 754: State Health Department pic.twitter.com/RVpUVjhFx6
— ANI (@ANI) September 6, 2020
বিকেল ৫. ০০: টানা লকডাউনের জের। ব্যাপক ক্ষতির মুখে পাঞ্জাবের হোটেল ব্যবসায়ীরা।
বিকেল ৪.১৫: মহামারী আবহে ব্যাপক ক্ষতির মুখে মৃৎশিল্পীরা।
Assam: Local idol-making businesses in Guwahati, suffer due to #COVID19.
“We are getting fewer orders this year. After this Vishwakarma Puja we will be able to assess and tell the full extent of the loss of business which we are facing,” says an idol maker. pic.twitter.com/vFF8KFMreS
— ANI (@ANI) September 6, 2020
বিকেল ৪.০০: নিজামউদ্দিন আউলিয়া দরগায় খোলার পরই সেখানে গেলেন কেন্দ্রীয় সংখ্যা লঘু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
Delhi: Mukhtar Abbas Naqvi, Union Minister of Minority Affairs visits Hazrat Nizamuddin Aulia Dargah. The shrine reopened for devotees today as part of #Unlock4 . pic.twitter.com/lvKRfUhmU1
— ANI (@ANI) September 6, 2020
দুপুর ৩.৪৫: মেলবোর্নে লকডাউনের মেয়াদ আরও দুসপ্তাহ বাড়ল।
দুপুর ৩.৩০: রাজ্যে এই প্রথম কোনও করোনা রোগীর আত্মহত্যা। রবিবার সকালে এনআরএস হাসপাতাল থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। করোনা সংক্রমিত হওয়ার পর থেকেই কাকদ্বীপের বাসিন্দা ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন।
দুপুর ৩.১৫: করোনা আক্রান্ত কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডা।
Congress leader Deepender Singh Hooda has tested positive for #COVID19. pic.twitter.com/ZeHlNNA51H
— ANI (@ANI) September 6, 2020
দুপুর ৩.১০: শ্রীনগরের স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন বেসরকারি স্কুল সংগঠনগুলি।
#Srinagar: Private Schools’ Association of J&K(PSAJK) donates Oxygen concentrators to NGOs working for #COVID19 patients.
“We are giving Oxygen concentrators to local NGOs, working for COVID patients. We will keep providing this equipment to them,” says GN Var, President, PSAJK. pic.twitter.com/EjV2cFzfSw
— ANI (@ANI) September 6, 2020
দুপুর ২.৩৩: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর। উপসর্গহীন তিনি। তাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
Actor Arjun Kapoor announces on Instagram, that he has tested positive for #COVID19. He is asymptomatic and under home quarantine. pic.twitter.com/y7GOy6KSwj
— ANI (@ANI) September 6, 2020
দুপুর ২.২০: মহামারী পরিস্থিতিতে পাঁচ মাস পর চালু হচ্ছে লখনউ মেট্রো পরিষেবা। জারি থাকছে কোভিডবিধি।
Metro will run on 30-40% capacity from 6 am-10 pm with a frequency of 5.5 minutes. All are requested to wear mask, sanitise hands & not touch anything. They are requested to shift to contactless travel & use smart card. We’ll sanitise tokens every night: Managing Director, UPMRC https://t.co/C2mIAYLwCN pic.twitter.com/NmyqmxPPii
— ANI UP (@ANINewsUP) September 6, 2020
দুপুর ২.১৫: কুস্তিগীর দীপক পুনিয়া করোনা আক্রান্ত। হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি।
Wrestler Deepak Punia tests positive for #COVID19. He has been advised home quarantine by doctors, as he is asymptomatic. pic.twitter.com/iN0g3jLY8L
— ANI (@ANI) September 6, 2020
দুপুর ২.০০: মহামারী পরিস্থিতিতে আবাসনের চাহিদা কমেছে। কর্ণাটকে ফাঁকা পড়ে বহু বাড়ি।
Karnataka: Demand for houses fall in Bengaluru, amid #COVID19 pandemic outbreak.
“Many people lost their jobs due to what is happening, this is affecting real estate business. However, it is the right time to buy property here, as prices are coming down,” says a builder. pic.twitter.com/vQZ7Ypmj7D
— ANI (@ANI) September 6, 2020
দুপুর ১.৩০: মর্মান্তিক ঘটনা ঘটল কেরলে। করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধর্ষণ করল অ্যাম্বুল্যান্স চালক।
দুপুর ১.১২: মুম্বইয়ের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি কনটেনমেন্ট জোন রয়েছে। এই এলাকাতেই সংক্রমণ হার সবচেয়ে বেশি।
বেলা ১২.৫০: আনলকের চতুর্থ দফায় চালু হবে দিল্লি মেট্রো। তারই প্রস্তুতি খতিয়ে দেখলেন দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাস গেহলট।
Delhi: Transport Minister Kailash Gahlot visits Rajiv Chowk to inspect preparations made to start Metro services from tomorrow.
“I appeal to passengers to follow all protocols while travelling. But I would also advise people to not take the metro unless very necessary,” he says. pic.twitter.com/25zGXNqiEI
— ANI (@ANI) September 6, 2020
বেলা ১২.৪০; মাত্র দুজন যাত্রী নিয়ে সোলান থেকে শিমলা এল ট্রেন। NDA পরীক্ষার জন্য হিমাচলে এই পরিষেবা চালু হয়েছে।
Himachal Pradesh: Two passengers arrived in Shimla from Solan via Kalka-Shimla railway line, the services on which began today, to write NDA exam.
Amar Thakur, Chief Commerical Inspector says, “This train will return in evening. Hopefully, there’ll be more passengers that time” pic.twitter.com/uC277vrf3D
— ANI (@ANI) September 6, 2020
সকাল ১১.৫৫: তামিলনাড়ুতে কোভিডবিধি উড়িয়ে চলছে ক্রিকেট খেলা।
#WATCH Tamil Nadu: A large number of people gather to play cricket in Chennai’s Thyagaraya Nagar area.
There are total 4,57,697 #COVID19 cases in the state including 51,583 active cases and 7,748 deaths, as per the latest state health department’s bulletin. pic.twitter.com/WWu5EPf37h
— ANI (@ANI) September 6, 2020
সকাল ১১,৪০: পাঞ্জাব ও চণ্ডিগড়ে যাচ্ছে দুই সদস্যের কেন্দ্রীয় দল। মৃত্যুহার কমানোর বিষয়টি খতিয়ে দেখে চিকিৎসকদের সাহায্য করবেন তাঁরা।
Teams will assist the State/UT in strengthening public health measures for containment, surveillance, testing & clinical management of COVID patients with the aim to reduce mortality. They will also guide in addressing challenges related to timely diagnosis and follow up. https://t.co/iVnlNFQlfs
— ANI (@ANI) September 6, 2020
সকাল ১১.২৯: টলিউভ অভিনেতা তথা সাংসদ দেবের বাড়ির ম্যানেজার উত্তম করোনা মুক্ত। টুইট করে নিজেই সে খবর দিলেন অভিনেতা।
Thanx for all ur good wishes..#Uttam is now COVID negative 🙏🏻.N he is absolutely fine so are we all,as me n my members of the house have also tested negative 🙏🏻 pic.twitter.com/H92XRpjo8E
— Dev (@idevadhikari) September 5, 2020
সকাল ১১.০২: গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্ত ৩ হাজার ৮১০ জন।
Odisha reports 3,810 new #COVID19 cases and 8 deaths in the last 24 hours, taking the total number of positive cases in the state to 1,24,031 including 93,774 recoveries, 29,658 active cases and 546 deaths: State Health Department
— ANI (@ANI) September 6, 2020
সকাল ১০.৪৫: গত ২৪ ঘণ্টা রাজস্থানে করোনা আক্রান্ত ৭২৬ জন।
Rajasthan records 726 new #COVID19 cases, 8 deaths, 137 recoveries and 137 discharges today. The total cases in the state rise to 90,089, including 1130 deaths, 73,382 recoveries and 72,251 discharges. Active cases stand at 15,577: State Health Department pic.twitter.com/Z72CVJBHIE
— ANI (@ANI) September 6, 2020
সকাল ৯.৩৫: দেশে একদিনে করোনা আক্রান্ত ৯০ হাজার ৬৩৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৫ জনের।
India’s #COVID19 tally crosses 41 lakh mark with a single-day spike of 90,633 new cases & 1,065 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 41,13,812 including 8,62,320 active cases, 31,80,866 cured/discharged/migrated & 70,626 deaths: Ministry of Health pic.twitter.com/GjmHsTOCaU
— ANI (@ANI) September 6, 2020
সকাল ৯.২৩: লখনউতে উইকএন্ড লকডাউন চলছে।
Lucknow observes weekend lockdown today in the wake of #COVID19 pandemic. Visuals from Hazratganj. pic.twitter.com/cuBhBoYDky
— ANI UP (@ANINewsUP) September 6, 2020
সকাল ৯.১০: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষা আজ। মুম্বইয়ের আম্বেদকর কলেজের পরীক্ষার্থীদের তামপমাত্র পরীক্ষা করা হচ্ছে।
Maharashtra: Temperature of candidates being checked at Dr Ambedkar College, Nagpur, as they arrive at the examination centre to write National Defence Academy (NDA) exams.
Sarthak, a candidate says, “We are scared due to #COVID19. I have come from Pune, to write the exam.” pic.twitter.com/uwJBC0FiXx
— ANI (@ANI) September 6, 2020
সকাল ৯.০৫: সুস্থতায় রেকর্ড গড় ভারত। একদিনে দেশে করোনাজীয় ৭০ হাজার। তথ্য দিয়ে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
Record 70,000 COVID-19 patients discharged in single day: Health Ministry
Read @ANI Story | https://t.co/TWafvnkDrd pic.twitter.com/9ht0FcKX1A
— ANI Digital (@ani_digital) September 6, 2020
সকাল ৮.৫০: দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ১১ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
A total of 4,88,31,145 samples tested up to 5th September 2020. Of these, 10,92,654 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/AO0TaBHhzy
— ANI (@ANI) September 6, 2020
সকাল ৮.৩১: আজ থেকে খুলে যাচ্ছে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরগা। মার্চের মাঝামাঝি সময় থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
সকাল ৮.৩০: কোভিডবিধিকে থোড়াই কেয়ার। লুধিয়ানার এক রেঁস্তরাঁয় রাতভর পুলপার্টি। আটক ৫০ জনেরও বেশি।
সকাল ৮.২৫: চিনের মূল ভূখণ্ডে করোনা আক্রান্ত ১০ জন।
সকাল ৮.২১: নিরাপদ প্রমাণিত না হলে কোনও ভ্যাকসিনকে ছাড়পত্র দেবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সকাল ৮.১৫: ফ্রান্সে অব্যাহত সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সে দেশে নতুন করে করোনা আক্রান্ত ৮ হাজার ৫৫০ জন।
সকাল ৮.১০: গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত ৩০ হাজার ১৬৮ জন। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ৬১২ জনের।
সকাল ৮.০০: আনলকের চতু্র্থ পর্বে গুজরাটে মেট্রো চালানোর প্রস্তুতি শুরু।
Gujarat: Sanitization work was undertaken by Ahmedabad metro authorities ahead of the resumption of its services from September 7 as part of #Unlock4. (5.09.2020) pic.twitter.com/EkPnfTJSdo
— ANI (@ANI) September 5, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.