বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: চলতি ডিসেম্বরেই ইন্ডিয়া (INDIA) জোটে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করতে চলেছে। রাজধানী দিল্লিতে ইন্ডিয়ার আগামী বৈঠক হতে চলেছে ১৮, ১৯, ২০ ডিসেম্বরের মধ্যে।
বৈঠকের প্রধান আলোচ্য বিষয় আসনরফা। বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থাকবেন বলেই তৃণমূল সূত্রে খবর। জানুয়ারি মাসে ইন্ডিয়ার আরও একটি বৈঠক ডাকা হতে পারে এবং সেখানেই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী ইন্ডিয়া বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি সংসদে তৃণমূলের দলীয় দপ্তরে আসতে পারেন। তাছাড়া বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও প্রবল।
ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান যে গুরুত্বপূর্ণ, সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ফোন থেকেই তা স্পষ্ট। পাশাপাশি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে রেবন্ত রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতার পাঠানো প্রতিনিধিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে একই চার্টার্ড বিমানে দিল্লি থেকে হায়দরাবাদ গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান। অনুষ্ঠানে তাঁকেও সোনিয়া, খাড়গেদের সঙ্গে প্রথম সারিতে বসতে দেওয়া হয়েছিল।
বিমানে খাড়গের সঙ্গে ডেরেকের দীর্ঘ আলোচনা হয়েছে, কথা হয়েছে সোনিয়ার সঙ্গেও। সূত্রের খবর, মমতা চান ইন্ডিয়া জোটের বৈঠকে আসন রফা নিয়েই মূল আলোচনা হোক। সে কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ডেরেক এবং মমতার মতে সায় দিয়েছেন খাড়গেরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.