Advertisement
Advertisement
INDIA Alliance

আগস্টে তৃতীয় বৈঠক INDIA জোটের, এবার মুম্বইয়ে বসতে চলেছে আলোচনা সভা

এর আগে পাটনা ও বেঙ্গালুরুতে বৈঠক হয়েছে বিরোধী জোটের।

INDIA Alliance to meet in Mumbai on last week of August | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:July 27, 2023 4:48 pm
  • Updated:July 27, 2023 5:10 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: পাটনা, বেঙ্গালুরুর পর এবার মারাঠাভূমে বসতে চলেছে INDIAজোটের তৃতীয় বৈঠক। সূত্রের খবর, আগস্টের ২৫ ও ২৬ তারিখ মুম্বইয়ে (Mumbai) এই বৈঠক হবে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত এনসিপি ও শিব সেনা। শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে সম্ভাব্য বৈঠকে অংশ নিতে যাওয়ার সম্ভাবনা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এছাড়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও যাবেন মুম্বইয়ে। 

চব্বিশের লোকসভা নির্বাচনে মোদি সরকারকে উৎখাতের লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে মোট ২৬ টি বিরোধী দল। কংগ্রেস, তৃণমূল, আপ, জেডিইউ, আরজেডি, শিব সেনা, এনসিপি-সহ সবকটি আঞ্চলিক দল হাতে হাত মিলিয়েছে। তার নাম INDIA (ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স)।  ইতিমধ্যে গত ২ মাসে পাটনা ও বেঙ্গালুরুতে বৈঠক করেছেন নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, অরবিন্দ কেজরিওয়ালরা। প্রথম বৈঠকটি নীতীশ কুমারের নেতৃত্বে ছিল পাটনায়। 

Advertisement

[আরও পড়ুন: বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন রাশিয়ার! বিপর্যয় কি অনিবার্য?]

দ্বিতীয় বৈঠক ছিল ১৭ ও ১৮ জুলাই, বেঙ্গালুরুতে। কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সেই বৈঠকেই স্থির হয় INDIA নামটি।  তাতেই সম্মত হন সকলে। আর নামকরণের পর থেকেই কেন্দ্রের নিশানায় বিরোধী জোট। প্রধানমন্ত্রী থেকে বিজেপি সাংসদরা সকলেই নামটি নিয়ে কটাক্ষ শুরু করেছেন। পরবর্তী পদক্ষেপের লক্ষ্যে ফের মুম্বইয়ে বৈঠকে বসবে বিরোধী জোট। লোকসভা নির্বাচনে রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। আগামী ২৫ ও ২৬ আগস্ট বৈঠক হবে বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: হার্টের অসুখকে অস্ত্র করে সুজয়কৃষ্ণের জামিনের আরজি, পালটা কী বলল ইডি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement