Advertisement
Advertisement

Breaking News

বিকেলে ঘরোয়া বৈঠক, রাতে নৈশভোজ, INDIA বৈঠকের প্রথম দিন নজরে বিরোধী সমন্বয়

বৈঠকের আগে প্রকাশ করা হতে পারে বিরোধী জোটের লোগোও।

INDIA alliance to have dinner to be hosted by Sharad Pawar | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:August 31, 2023 10:34 am
  • Updated:August 31, 2023 10:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে আজ শুরু হচ্ছে বিরোধী জোট INDIA’র তৃতীয় মেগা বৈঠক। বৃহস্পতিবার বিকেলে জোট নেতারা ঘরোয়া আলোচনার পর নৈশভোজে অংশ নেবেন। যার আয়োজনে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার (Sharad Pawar)। শুক্রবার সকাল ১১টা থেকে সান্তাক্রুজে গ্র্যান্ড হায়াত হোটেলে মূল বৈঠকে। ঘরোয়া আলোচনায় যা যা উঠে আসবে সেগুলি সরকারি রূপ পাবে ওই বৈঠকে।

প্রথম দুটি বৈঠকের পর জোটের রূপরেখা অনেকটা স্পষ্ট। এবার সেটা আরও এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। তাৎপর্যপূর্ণভাবে, এবার ২৬ নয়, বৈঠকে অংশ নেবে ২৮টি দল। প্রায় ৬৪ জন নেতা অংশ নেবেন। মূল আয়োজক শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের কংগ্রেস ইউনিটও সাহায্য করছে। সূত্রের খবর, এই বৈঠকেই INDIA জোটের লোগো উদ্বোধন হতে পারে। গঠন করা হতে পারে সমন্বয় কমিটি। কাউকে কনভেনর করা হবে কিনা, সেটা নিয়ে এখনও আলোচনা চলছে।

Advertisement

[আরও পড়ুন: ফের রক্তাক্ত মণিপুর, গোষ্ঠী সংঘর্ষে মৃত ২, আহত ৭]

মহাজোটের বৈঠক নিয়ে ইতিমধ্যেই গোটা মুম্বই সেজে উঠেছে। শহরজুড়ে পোস্টারে ছয়লাপ। নেতারাও বুধবার রাত থেকে পৌঁছতে শুরু করেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার বিকালেই পৌঁছে গিয়েছেন। অমিতাভ বচ্ছনের বাংলোয় গিয়ে তাঁর হাতে রাখি বাঁধার পর উদ্ধব ঠাকরের বাড়ি মাতশ্রীতে (Matoshree) গিয়ে উদ্ধবের হাতেও রাখি পরান মমতা। তাঁকে পরামর্শ দেন, “গদ্দারদের ফেরাবেন না। আপনি লিড নিন। আমার বিশ্বাস মানুষ আপনার সঙ্গে থাকবে।” মমতাকে রাষ্ট্রীয় অতিথি করতে চেয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু, মমতা সেই প্রস্তাব প্রত‌্যাখ‌্যান করেন। যেহেতু রাজনৈতিক কর্মসূচিতে তিনি এসেছেন, তাই তিনি রাজ‌্য সরকারের আতিথ‌্য গ্রহণ করবেন না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুধবার রাতে মুম্বই গিয়েছেন।

[আরও পড়ুন: ‘আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম’, বিগ বি’র সঙ্গে দেখা করে ফের দাবি মমতার]

মোদির (Narendra Modi) বিকল্প কে? বিরোধীদের তৃতীয় বৈঠকের আগে এই প্রশ্ন তুলে চাপে ফেলতে চাইছে বিজেপি। কংগ্রেসের ভিতর থেকে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে দাবি তোলা শুরু হচ্ছে। কেজরিওয়ালকেও তাঁর দল সামনে তুলে প্রচার করছে। যা জোটের ক্ষেত্রে অস্বস্তিকর। যদিও আগের বৈঠকেই ইন্ডিয়া নেতৃত্ব ঘোষণা করেছে, কাউকে প্রধানমন্ত্রী প্রোজেক্ট না করেই তারা মোদির মোকাবিলা করবে। সেই প্রেক্ষিতে মমতা বুধবার জানিয়ে দিয়েছেন, “ওদিকে যদি মোদি থাকেন। এদিকে গোটা ইন্ডিয়া আছে। জোটে সবাই সমান। এক পরিবারের সদস্য।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement