Advertisement
Advertisement

চলতি সপ্তাহেই মণিপুর সফরে INDIA-এর সাংসদরা, তৃণমূলের প্রতিনিধি সুস্মিতা দেব

জানা গিয়েছে, প্রতিনিধি দলের অধিকাংশ সদস্যই মহিলা।

INDIA alliance MPs will visit Manipur on 29 and 30 July | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 27, 2023 2:50 pm
  • Updated:July 27, 2023 3:44 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) যাবেন বিরোধী সাংসদরা। চলতি সপ্তাহেই মণিপুরে যাবেন ইন্ডিয়া (INDIA) জোটের সাংসদদের প্রতিনিধি দল। জানা গিয়েছে আগামী ২৯ ও ৩০ জুলাই দু’দিনের জন্য সাংসদরা যাবেন মণিপুরে। তবে কে কে এই দলে থাকবেন তার সম্পূর্ণ তালিকা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, হিংসাবিধ্বস্ত মণিপুরে তৃণমূল ও কংগ্রেস নেতারা গিয়ে এলাকা পরিদর্শন করেছেন। এই প্রথমবার ইন্ডিয়া জোটের সাংসদরা যাবেন অগ্নিগর্ভ মণিপুরে।

মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই সেরাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতা। মণিপুরে গিয়েছিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলও। একাধিক ত্রাণশিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন তাঁরা। দেখা করেন মণিপুরের রাজ্যপালের সঙ্গেও। এছাড়াও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মণিপুর সফরে গিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: লাল ডায়েরিতেই কালো রহস্য কংগ্রেসের! মরুরাজ্যে তোপ মোদির]

তবে বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে সুর চড়াচ্ছে বিরোধীরা। অধিবেশন শুরুর আগে বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠকেও মণিপুর নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসাবে একটি দল মণিপুরে যাবেন। বিরোধীশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও মণিপুরে যেতে চান বলেই ইচ্ছা প্রকাশ করেছিলেন মমতা।

বিরোধী দলের সূত্রে জানা গিয়েছে, ২৯ জুলাই সাংসদরা দিল্লি থেকে মণিপুর পৌঁছবেন। দু’দিনের জন্য সেরাজ্যে থাকবেন তাঁরা। তবে বিরোধী সাংসদদের দলে কে কে থাকবেন সেই নামের তালিকা এখনও প্রকাশিত হয়নি। জানা গিয়েছে, তৃণমূলের হয়ে মণিপুর যেতে পারেন সুস্মিতা দেব। প্রসঙ্গত, মোট ২৬টি দল রয়েছে এই ইন্ডিয়া জোটে। প্রত্যেক দলের সাংসদরাই মণিপুরে যাবেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, বিরোধীদের মণিপুর সফরের দিন ঘোষণার দিনই প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, “আসলে মোদি আরএসএসের নির্বাচিত প্রধানমন্ত্রী। মণিপুর নিয়ে তাঁর কোনও উদ্বেগ নেই। তাই সেরাজ্যের পরিস্থিতি নিয়েও তিনি চুপ। 

[আরও পড়ুন: FIR করার অনুমতি দিয়েছিল হাই কোর্ট, চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে শুভেন্দু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement