সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী হাসতে হাসতে বেরিয়ে আসছেন। এই ছবিটার মর্মার্থ কতটা তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। অথবা বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বসা। তৃতীয় জোট বৈঠকে আবার দেখা গেল কংগ্রেস নেতৃত্বের কাছে তৃণমূলনেত্রীর গুরুত্ব ঠিক কতটা।
मुंबई में INDIA गठबंधन की तीसरी बैठक।
जुड़ेगा भारत, जीतेगा INDIA
pic.twitter.com/t3Ii7qgjHB
— Congress (@INCIndia) August 31, 2023
নৈশভোজের আগে বৈঠক। সবার কথা বলতে বলতে প্রায় দু’ঘণ্টা পার। অনেকে অনেক কথা বললেন। কিন্তু সামনের লক্ষ্যটাও ঠিক করে দিলেন সেই মমতাই। যাতে সায় দিলেন সোনিয়াও। পর পর বৈঠক করলেই হবে না, দ্রুত আন্দোলন চাই। এ কথা জোট নেতাদের মনে করিয়ে দিয়ে তৃণমূলনেত্রী বললেন,‘‘নষ্ট করার মতো সময় নেই। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বিজেপির (BJP) বিরুদ্ধে অবিলম্বে ঝাঁপিয়ে পড়তে হবে।’’ বৈঠকে অনেকেই মমতার সুরে জানিয়েছেন যে, বিজেপি যে কোনও সময় লোকসভা ভোট এগিয়ে আনতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতি রাখতে হবে। মমতার সুরে কংগ্রেস, আপ-সহ অনেকেই সম্মতি দেন।
শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে ঠিক হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় আসন সমঝোতা সংক্রান্ত আলোচনা সেরে ফেলতে হবে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে রাজঘাট থেকে জোটের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করার ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো ইস্যুকে হাতিয়ার করতে চাইছেন জোটের নেতারা। ওইদিন যে পাঁচ-ছ’টি বিষয় ঘোষণা করা হবে, সেটাই ‘ইন্ডিয়া’র ইস্তাহারের ভিত্তি হতে পারে। মমতা (Mamata Banerjee) বলেছেন, জোটের সবাই মিলে রাজঘাট থেকে এই ঘোষণা করা যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়তে হবে। তার আগে শুক্রবার আলাদা করে জোটের লোগো প্রকাশ হয়ে যেতে যাবে। এদিন একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে। জোটের একজন কনভেনরও থাকতে পারেন।
এদিকে তৃতীয় বৈঠকেও লক্ষণীয় নৈকট্য দেখা গেল কংগ্রেস (Congress) এবং তৃণমূলের (TMC)। মমতার সঙ্গে সোনিয়া ও রাহুল গান্ধীর আলাদা করে কথা হয়। সীতারাম ইয়েচুরির সঙ্গে কুশল বিনিময় করেন। নিজের মেজাজেই ছিলেন লালু যাদব। বলেন, ‘‘দিদি কেমন আছেন?’’ মমতা তাঁর শরীরের খবর নেন। তেজস্বীকে বলেন, ‘‘বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখতে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.