সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী হিন্দু’৷ নির্বাচনী জনসভায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা ‘মক্কাল নিধি মাইয়ম’ দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। তিনি নিশানা করলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে৷ এই মন্তব্যের বিরোধিতায় কামাল হাসানের গ্রেপ্তারির দাবিতে সরব বিজেপি৷
[ আরও পড়ুন: ‘১৯৮৮-তেই ব্যবহার করেছি ডিজিটাল ক্যামেরা’, মোদির মন্তব্যে হাসির রোল ]
তামিলনাড়ুর আরাভাকুরুচিতে রবিবারের জনসভায় এই অভিনেতা বলেন, ‘‘মুসলিম অধ্যুষিত এলাকায় এসেছি বলে আমি একথা বলছি না৷ আমি একথা বলছি কারণ আমি গান্ধীজির মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি৷ স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী হল হিন্দু৷ এবং তার নাম নাথুরাম গডসে৷’’ এমএনএম প্রধানের এই মন্ত্যবের পরই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি৷ যখন বারবার বলা হয় সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না, তখন হিন্দু ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদী তকমা জুড়ে দেওয়ায় কমল হাসানের গ্রেপ্তারির দাবি করেছে গেরুয়া শিবির৷ তামিলনাড়ু বিজেপির সভাপতি তামিলিসাই সুন্দররাজন বলেন, ‘‘গান্ধীজির হত্যাকাণ্ডকে এখন মনে করাচ্ছেন এবং হিন্দুত্বকে সন্ত্রাসবাদী বলছেন অভিনেতা কমল হাসান৷ সংখ্যালঘুদের মন পেতে উনি আগুনে ঘি ঢালার মতো কাজ করছেন৷ আমি আশা করি নির্বাচন কমিশন বিষয়টি নজরে রাখবে৷’’
[ আরও পড়ুন: তেরঙ্গা চেনেন না রবার্ট বঢরা, ভোট দিয়ে পোস্ট করলেন প্যারাগুয়ের পতাকা ]
তবে এই প্রথম নয়, আগেও বিতর্কিত মন্তব়্য করে সংবাদ শিরোনামে এসেছেন কমল হাসান৷ পুলওয়ামায় ভয়ংকর জঙ্গি হানার পর পাকিস্তানের পক্ষে সাফাই দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ এমনকী, পাক অধিকৃত কাশ্মীরকে একবার আজাদ কাশ্মীর বলেও উল্লেখ করেছিলেন তিনি৷ উল্লেখ্য, এবারের নির্বাচনে তামিলনাড়ু এবং পুদুচেরি মিলিয়ে মোট ৪০ আসনে প্রার্থী দিয়েছে কমল হাসানের এমএনএম। অভিনেতা নিজে লড়াইয়ের ময়দানে না নামলেও, প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি।
Uttering nonsense in a sensitive subject violating poll code of conduct let us hope for EC to handle with all sense as per law of the land against hate speech? https://t.co/sJdlDvO1KF
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 13, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.