Advertisement
Advertisement
Independence Day 2024

‘বিকশিত ভারত’ থেকে ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি’, লালকেল্লায় ফের ‘স্বপ্ন’ দেখালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল 'সবকা সাথ, সবকা বিকাশ', 'সার্জিক্যাল স্ট্রাইক' প্রসঙ্গ।

Independence Day 2024: We can build Vikshit Bharat by 2024, says PM Modi
Published by: Subhajit Mandal
  • Posted:August 15, 2024 8:42 am
  • Updated:August 16, 2024 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী হিসাবে টানা ১১বার লালকেল্লায় পতাকা উত্তোলন। তার পর জাতির উদ্দেশে ভাষণে চমকের পথে না হেঁটে তাঁর সরকারের মূল লক্ষ্যগুলিকে নতুন মোড়কে তুলে ধরলেন নরেন্দ্র মোদি। লালকেল্লায় দাঁড়িয়ে ফের স্বপ্ন দেখালেন ‘বিকশিত ভারতে’র। স্বপ্ন দেখালেন ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ’ হিসাবে ভারতকে গড়ে তোলার।

লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বললেন, “৪০ কোটি মানুষ দেশের স্বাধীনতা এনেছেন। লড়াই করে দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। আর ১৪০ কোটি ভারতীয় যদি শপথ নেন, তাহলে লড়াই করে দেশকে সমৃদ্ধ করতে পারেন। ২০৪৭ -এর মধ্যে বিকশিত ভারত বানাতে পারবেন।” প্রধানমন্ত্রীর কথায়, “বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার ক্ষমতা রাখে ভারত। গোটা বিশ্বের কর্মদক্ষতার রাজধানী হতে পারে আমাদের দেশ। আমাদের দক্ষ মানব সম্পদ বৈশ্বিক ক্ষেত্রে একটা বড় শক্তি হতে চলেছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে’, আর জি করের ‘গুণ্ডামি’কে তোপ অভিষেকের

নিজের সরকারের নীতির প্রশংসা করে প্রধানমন্ত্রী বললেন, সংগঠিত উন্নয়নের লক্ষ্যে, দ্রুতগতিতে অগ্রগতির লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিতে চলছে সরকার। তাঁর কথায়, “বিশ্বস্তরে ভারতের যোগদান বাড়ছে। বিদেশি মুদ্রার ভাণ্ডার বাড়ছে। প্রত্যেক ব্যক্তির আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। ভারতের গতি দ্রুত, ভারতের স্বপ্নে দম আছে।” মোদির কথায়,  “বিকশিত ভারত মিশনের অন্যতম লক্ষ্য মানুষের জীবনে সরকারের দখলদারি কমানো। সেই উদ্দেশে একাধিক পদক্ষেপ করেছে সরকার। মানুষের জীবনযাত্রা সহজ করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।”  বিকশিত ভারতের জন্য সাধারণ দেশবাসীও নিজেদের পরামর্শ সরকারকে পাঠাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: গভীর রাতে রণক্ষেত্র আর জি কর, চিকিৎসকদের মারধর, হাসপাতালে তাণ্ডব বহিরাগতদের]

প্রধানমন্ত্রীর মুখে এদিন ফের শোনা গিয়েছে আত্মনির্ভরতার কথা। ‘সব কা সাথ’, ‘সব কা বিকাশে’র কথা। ফের মোদির মুখে উঠে এল এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ। প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে বললেন, “আগে শত্রুরা এসে আমাদের সেনা জওয়ানদের মেরে চলে যেত। এখন সেনা সার্জিকাল স্ট্রাইক করে, এয়ার স্ট্রাইক করে। ভারতীয়রা এখন গর্ববোধ করেন। সার্জিক্যাল স্ট্রাইক ভারতবাসীর আত্মবিশ্বাস বাড়িয়েছে।” প্রধানমন্ত্রী এদিন বুঝিয়ে দিয়েছেন,তার সরকার যে সংস্কারের উদ্দেশে কাজ শুরু করেছিল, সেই সংস্কারমুখী পদক্ষেপ চলবে। প্রধানমন্ত্রী বললেন, “দেশবাসী সংস্কার চেয়েছিল, আমরা তা করেছি। আমরা সংস্কারের প্রতি দায়বদ্ধ। দেশকে মজবুত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বলছেন প্রধানমন্ত্রী।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement