Advertisement
Advertisement

Breaking News

Independence Day

স্বাধীনতা দিবসে ‘সেলফি প্রতিযোগিতা’য় নাম দিয়ে জিতুন ১০ হাজার টাকা! জানুন খুঁটিনাটি

একটু অন্যভাবে উদযাপন করুন স্বাধীনতা দিবস। 

Independence Day Celebrations, here how to participate in Selfie Contest | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 13, 2023 8:10 pm
  • Updated:August 13, 2023 8:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীকে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তেরঙ্গা ওয়েবসাইটে তেরঙ্গার সঙ্গে নিজের ছবি পোস্ট করতে বলেছেন তিনি। এমনকী নিজের সোশ্যাল অ্যাকাউন্টের প্রোফাইল ছবিও বদলে ফেলেছেন মোদি। তবে ভারতবাসীর মনে দেশাত্মবোধ জাগাতে এখানেই থাকছে না কেন্দ্র। ১৫ আগস্টের আরও একটি আকর্ষণ হল সেলফি প্রতিযোগিতা। যেখানে জিততে পারলেই পেয়ে যাবেন ১০ হাজার টাকা!

বিষয়টা তাহলে আরও একটু বিস্তারিত বলা যাক। আসলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি অনলাইন সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ নিয়ে দিল্লির ১২টি জায়গায় ১২টি ‘সেলফি পয়েন্ট’ তৈরি করা হয়েছে। এই সব সেলফি পয়েন্টগুলিতে আমজনতা সেলফি তুলে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। সরকারের মাইগভ (MyGov) পোর্টালে ১৫ থেকে ২০ আগস্টের মধ্যে মোদি সরকারের মাইগভ (MyGov) পোর্টালে সেই সেলফি পয়েন্টে তোলা ছবি পোস্ট করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘যাদবপুর কি ভিনগ্রহে যে নিয়ম মানবে না?’, ছাত্রমৃত্যুতে ক্ষুব্ধ শিশু সুরক্ষা কমিশন]

দেশের বিভিন্ন ঐতিহাসিক সৌধ, ঐতিহ্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে পয়েন্ট তোলা সেই সেলফির থেকে বেছে নেওয়া হবে সেরাদের। প্রত্যেক সেলফি পয়েন্টে তোলা একটি করে সেলফি বেছে নিয়ে মোট ১২ জনকে এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হবে। আর যাঁরা চ্যাম্পিয়ন হবেন, তাঁদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে আর্থিক পুরস্কার। স্বাধীনতার রঙে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতেই এই প্রয়াস কেন্দ্রের। আপনিও শামিল হতে পারেন। বিস্তারিত জেনে নিন এই লিংকে। একটু অন্যভাবে উদযাপন করুন স্বাধীনতা দিবস। 

[আরও পড়ুন: Red Card In CPL: ফুটবলের মতো এবার ক্রিকেটেও লাল কার্ড, নতুন মোড়কে সিপিএল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement