Advertisement
Advertisement
Independence Day 2024

দেশজুড়ে পালিত স্বাধীনতা দিবস, সীমান্তে মিষ্টি বিলি বিএসএফ-বিজিবির

আগামী ৫ বছরে ডাক্তারি পড়ায় ৭৫ হাজার নতুন আসন তৈরি হবে। ঘোষণা মোদির। 

Independence Day 2024: WB CM Mamata Banerjee arrives at Red Road
Published by: Paramita Paul
  • Posted:August 15, 2024 7:27 am
  • Updated:August 15, 2024 4:06 pm

আজ ৭৮তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর এই সংক্রান্ত সমস্ত খবর।

দুপুর ২.০০: ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল ইরান। 

Advertisement

 

Advertisement

দুপুর ১.৫০: মণিপুরের ইম্পলের রাইফেল গ্রাউন্ডে জাতীয় পতাকা তুললেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। 

 

বেলা ১২.১০: বাংলাদেশে অশান্তির কোনও প্রভাব পড়ল না ভারত-বাংলাদেশের মৈত্রী সম্পর্কে। প্রতি বছরের মতো এ বছরও ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা- ভোমরা স্থলবন্দরে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ও শুল্কদপ্তরের কর্মকর্তারা জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস উদযাপন করেন। তার পর হয় দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্ব স্থাপন। বিএসএফ, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন ও শুল্ক দপ্তরের পক্ষ থেকে বাংলাদেশের শুল্কদপ্তর, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন ও বিজিবিকে মিষ্টি বিতরণ করে। 

বেলা ১২.০৩: স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

 

সকাল ১১.৩৩: রেড রোডে চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অংশ নিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীর। 

 

সকাল ১১.১৫: ভারতকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে আমেরিকা, মালদ্বীপ, নেপাল। জাপানের ভারতীয় দূতাবাসে উড়েছে তেরঙ্গা। সকলেই এই বিশেষ দিনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে সহযোগিতা বৃদ্ধির বার্তা দিয়েছেন।

সকাল ১১.০০: নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলে লোকসভার স্পিকার ওম বিড়লা। 

 

সকাল ১০.৫০: নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। 

 

সকাল ১০.৪০: রেড রোডে চলছে ট্যাবলো প্রদর্শনী। 

সকাল ১০.৩০: জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর। কপ্টার থেকে হল পুষ্পবৃষ্টি। 

সকাল ১০.২৩: রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 

সকাল ৯.২০: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। লিখলেন, “আমার ভাই-বোনেদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেশকে স্বাধীন করতে আমাদের বিপ্লবীরা আত্মত্যাহগ করেছিলেন। এমন পুণ্যতিথিতে সকলকে শুভেচ্ছা জানাই।”

 

সকাল ৯.১২: লালকেল্লায় জাতির উদ্দেশে ১ ঘণ্টা ৪২ মিনিট বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। বিকশিত ভারতের স্বপ্ন দেখিয়ে শেষ করলেন বক্তব্য।

সকাল ৯.১০: ফের এক দেশ, এক ভোটের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। দেশের অগ্রগতি, উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলিকে ভেবে দেখার আর্জি মোদির। 

সকাল ৯.০৩: স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রীর মুখে ‘অভিন্ন দেওয়ানিবিধি’। ধর্মনিরপেক্ষ দেওয়ানিবিধি আনার পক্ষে সওয়াল মোদির। 

সকাল ৯.০০: লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা মোদির। তাঁর কথায়, “বাংলাদেশে যা হয়েছে পড়শি দেশ হিসেব তা নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক। সে দেশের সংখ্যালঘু, হিন্দুদের নিয়ে উদ্বেগ থাকাও স্বাভাবিক। তবে আশা করা যায়, পরিস্থিতি দ্রুত ঠিক হবে।”

সকাল ৮.৫৮: দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। 

সকাল ৮.৫৩: “ভারতের জন্য বাইরের চ্যালেঞ্জ আরও বাড়বে। সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি তাদের বলতে চাই, ভারতের বিকাশ কারওর জন্য বিপদ ডেকে আনবে না। সেটা আপনারা বুঝুন। ভারত যুদ্ধ করে না। দেশবাসীকে বলব, ভারতও দেশের জন্য আসা বিপদের মুখোমুখি দাঁড়াতে তৈরি।” দাবি প্রধানমন্ত্রীর।

সকাল ৮.৫২: সমাজের পিছিয়ে পড়া অংশকেও এগিয়ে নিয়ে যেতে হবে। বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে সকলের পাশে দাঁড়ানোর বার্তা প্রধানমন্ত্রী।

সকাল ৮.৪৮: লালকেল্লায় উপস্থিত অলিম্পিকে অংশগ্রহণকারীরা। তাঁদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদেরও শুভেচ্ছা জানালেন তিনি। 

সকাল ৮.৪৭: তথ্য প্রযুক্তি, গেমিং, বৈদ্যুতিন গাড়ি নিয়েও আশাবাদী প্রধানমন্ত্রী। আগামী দিনে এই সমস্ত ক্ষেত্রে ভারতের বিকাশ ঘটবে, বার্তা মোদির। 

সকাল ৮.৪১: বিনিয়োগ বাড়াতে রাজ্যগুলিকে একাধিক পরামর্শ প্রধানমন্ত্রীর। তাঁর কথায়, বিনিয়োগ বাড়াতে রাজ্যগুলিকে নির্দিষ্ট নীতি নিতে হবে। 

সকাল ৮.৩৫: মহিলাদের উপর অত্যাচার নিয়ে লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর। তাঁর কথায়, “উন্নয়নে মহিলাদের অংশীদারিত্ব রয়েছে। তবে একইসঙ্গে খারাপ খবরও আছে। নারীদের উপর অত্যাচার হচ্ছে। রাজ্য সরকারগুলিকে বলব, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত। দোষীদের দ্রুত শাস্তি হওয়া উচিত। এধরনের অপরাধে যাদের সাজা হচ্ছে তাদের খবর প্রচার হোক। যাতে মহিলাদের উপর অত্যাচার করতে ভয় পায়। এই ভয় তৈরি করাটা দরকার।”

সকাল ৮.২৯: আগামী ৫ বছরে ডাক্তারি পড়ায় ৭৫ হাজার নতুন আসন তৈরি হবে। ঘোষণা মোদির। 

 

সকাল ৮.২৭: স্কিল ডেভলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর।

সকাল ৮.২৫: শিক্ষাক্ষেত্রে নালন্দার অতীতের গৌরব ফেরাতে হবে। মাতৃভাষায় লেখাপড়ায় জোর দিতে হবে। ডাক মোদির।

সকাল ৮.২২: পর পর তিনবার আমাদের আশীর্ব্বাদ দিয়েছেন। সেখানে একটাই বার্তা নিহিত রয়েছে, সকলের সেবা করতে হবে। দাবি প্রধানমন্ত্রীর। 

সকাল ৮.১৯: জাতপাত-বর্ণ-ধর্মের উপরে উঠে আজ ঘরে ঘরে ‘হর ঘর তিরঙা’ উৎসবে পরিণত হয়েছে। সংহতির বার্তা প্রধানমন্ত্রী। তাঁর গলায় শোনা গেল, ‘সব কা সাথ, সব কা বিকাশে’র স্লোগান।

সকাল ৮.১৮: মানুষের আয় দ্বিগুণ হয়েছে। রপ্তানি বেড়েছে। বিদেশি মুদ্রা ভাণ্ডার বাড়ছে। দাবি মোদির। 

সকাল ৮.১৩: বিকশিত ভারত মিশনের অন্যতম লক্ষ্য মানুষের জীবনে সরকারের দখলদারি কমানো। সেই উদ্দেশে একাধিক পদক্ষেপ করেছে সরকার। মানুষের জীবনযাত্রা সহজ করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।  বলছেন প্রধানমন্ত্রী। 

সকাল ৮.০০: এই সময় মানুষের আয় বেড়েছে। বলছেন মোদি। 

সকাল ৭.৫৭: দেশ সবার আগে। ব্যাংকগুলি ধুঁকছিল। তাদের অবস্থান মজবুত করত সংস্কার করেছিল সরকার। বলছেন মোদি। 

সকাল ৭.৫৫: দেশবাসী সংস্কার চেয়েছিল, আমরা তা করেছি। আমরা সংস্কারের প্রতি দায়বদ্ধ। দেশকে মজবুত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বলছেন প্রধানমন্ত্রী।

সকাল ৭.৫২: করোনায় সবচেয়ে দ্রুত টিকাকরণ হয়েছে ভারত। আগে শত্রুরা এসে সেনাকে মেরে চলে যেত এখন সেনা সার্জিকাল স্ট্রাইক করে, এয়ার স্ট্রাইক করে। ভারতীয়রা এখন গর্ববোধ করেন। বলছেন প্রধানমন্ত্রী।

সকাল ৭.৫০: জলজীবন মিশনের গুনগান প্রধানমন্ত্রীর গলায়। 

সকাল ৭.৪৯: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার ক্ষমতা রাখে ভারত: মোদি। 

সকাল ৭.৪৪: বিকশিত ভারতের জন্য দেশবাসী নিজেদের পরামর্শ পাঠিয়েছেন। জানালেন প্রধানমন্ত্রী। 

সকাল ৭.৪১: ৪০ কোটি মানুষ স্বাধীনতা এনেছিলেন। লড়াই করেছিলেন। পারলে ১৪০ কোটি ভারতীয় যদি শপথ নেন লড়াই করে দেশকে সমৃদ্ধ করতে পারে। ২০৪৭ -এর মধ্যে বিকশিত ভারত বানাতে পারবেন: প্রধানমন্ত্রী। 

 

সকাল ৭.৩৮: প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো নাগরিকদের জন্য শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। 

সকাল ৭.৩২: জাতীয় সংগীতের পর শুরু প্রধানমন্ত্রী ভাষণ। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন মোদি। 

সকাল ৭.৩০: জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। সেই সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। 

সকাল ৭.২০: লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় পতাকা উত্তোলনের পর কী বার্তা দেন তিনি, সেদিকে তাকিয়ে গোটা দেশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ