Advertisement
Advertisement
Independence Day

Independence Day 2021: স্বাধীনতা দিবসের ৭৫ বছরে তেরঙ্গা নিয়ে রইল কিছু অজানা তথ্য

পতাকা উতোলন করার এই নিয়মগুলি জানতেন?

Independence Day 2021: Interesting Facts About Indian Tricolour | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 14, 2021 8:11 pm
  • Updated:August 14, 2021 8:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সারে জঁহা সে আচ্ছা, হিন্দুস্তা হামারা’ (Sare Jahan Se Acha)। রক্তস্নাত বিপ্লবে আসা কাঙ্ক্ষিত এ স্বাধীনতা। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনকে দুরমুশ করে স্বাধীন ভারতে উড়েছিল তেরঙ্গা। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru) বলেছিলেন, “তেরঙ্গা শুধু নিজের নয়, সমস্ত মানুষের স্বাধীনতার প্রতীক।” রবিবার সেই স্বাধীনতাই পা দিচ্ছে ৭৫ বছরে। প্রতিবারের মতো এবারও বিপ্লবীদের স্মরণ করে পালিত হবে দিনটি। তবে অতিমারী আবহে এবারও করোনাবিধি মেনেই হবে উদযাপন। কিন্তু গর্বের এই তেরঙ্গা নিয়ে অনেক খুঁটিনাটিই হয়তো অজানা রয়ে গিয়েছে কিংবা স্মৃতির ভিড়ে হারিয়ে গিয়েছে। চলুন আজ একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisement

১) তেরঙ্গার ডিজাইন করেছিলেন অন্ধ্রপ্রদেশের স্বাধীনতা সংগ্রামী পিঙ্গলি বেঙ্গাইয়া।

২) ১৯০৬ সালের ৭ আগস্ট প্রথমবার উড়েছিল জাতীয় পতাকা। তাও আবার এই কলকাতাতেই। পারসি বানান স্কয়্যারে উত্তোলন করা হয়েছিল সবুজ, হলুদ, লাল রঙের পতাকা।

৩) আইনে রয়েছে পতাকা তৈরি করবে একমাত্র খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ। যা হবে সুতির কিংবা রেশম কাপড়ের।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে কাশ্মীরে ফাঁস হামলার ছক, গ্রেপ্তার ৪ Jaish-e-Mohammad জঙ্গি]

৪) বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেন ভিকাজি রুস্তম কামা।

৫) ১৯৫৩ সালের ২৯ মে প্রথম এভারেস্টের চূড়ায় ভারতীয় পতাকা ওড়ান পর্বতারোহী তেনজিং নোরগে।

৬) নিয়ম অনুযায়ী, একমাত্র দিনের বেলাতেই উত্তোলন করা যায় ভারতীয় পতাকা। শুধু তাই নয়, যেখানে পতাকা উত্তোলন হবে তার উপরে অন্য কোনও পতাকা বা সিম্বল থাকতে পারবে না।

৭) কোনও অবস্থাতেই পতাকাকে মাটিতে রাখা বা ফেলা যাবে না। পতাকাকে ভাঁজ করারও নির্দিষ্ট নিয়ম রয়েছে।

[আরও পড়ুন: মার্কিন মুলুকে ভারতের জয়জয়কার, স্বাধীনতা দিবসে টাইমস স্কোয়্যারে উড়বে সবচেয়ে বড় তেরঙ্গা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement