সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা মিসড কলে কত কী হয়! মিসড কল দিয়ে রাজনৈতিক দলের সদস্য হওয়া যায়, লটারি জেতা যায়, বন্ধুত্ব করা যায়, আরও কত কী! এবার সেই মিসড কল (Missed Call) দিয়েই আপনি আপনার রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। আবার এই মিসড কলের সাহায্যেই মিলবে গ্যাসের নতুন কানেকশনও। কীভাবে?
গ্রাহকদের সুবিধার্থে নতুন বছরের প্রথম দিনই নতুন এক পরিষেবা চালু করল ইন্ডিয়ান অয়েল (Indian Oil)। ফলে এবার থেকে সারা দেশের ইন্ডেন গ্যাসের (Indane LPG) গ্রাহকরা বিরাট এক সুবিধা পাবেন। ১ জানুয়ারি ভুবনেশ্বরে এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
মিসড কল দিয়ে কীভাবে বুক করা যাবে রান্নার গ্যাস?
মিসড কলের মাধ্যমে কীভাবে মিলবে নয়া গ্যাস কানেকশন?
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, “পুরোপুরি ডিজিটালাইজেশনের দিকে আরও এক ধাপ এগোল দেশবাসী। দেশের প্রান্তিক মানুষ, বয়স্কদের রান্নার গ্যাসের কানেকশন নেওয়া আরও সহজ হল।” এর আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং পরিষবা চালু করেছিল ইন্ডেন। এবার আরও এক ধাপ এগিয়ে মিসড কলের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সুবিধা দিল এই সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.