সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দেশ জুড়ে ইদ উৎসবে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ আর তখনই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ভেসে উঠছে, হিন্দুরা সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন, কিন্তু ইদ স্পেশাল তো কোনও পোস্ট চোখে পড়ল না৷ এর পালটা দিচ্ছেন হিন্দুরাও৷ তাঁদের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে মুসলিমরা ভারত-পাক লড়াইয়ে প্রতিবেশী দেশকে সমর্থন জানান, তাদের আবার শুভেচ্ছা জানানোর কী আছে! এমন বৈরিতার আবহেই ধরা পড়ল এক্কেবারে এক অন্য ছবি৷ যার জন্যই গোটা বিশ্বে আলাদা মর্যাদা রয়েছে এ দেশের৷ যে ছবি আজও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বৈচিত্রের মধ্যেই ভারতে আজও ঐক্য বিরাজমান৷
ছবিটি দিল্লির হজরৎ নিজামউদ্দিন আউলিয়া দরগার৷ হজরৎ খজা সৈয়দ নিজামউদ্দিন আউলিয়ার এই দরগা জগৎ বিখ্যাত৷ আর সেই দরগাতেই এক ফ্রেমে ধরা দিলেন দুই ভিন্ন ধর্মের ব্যক্তি৷ একজন হিন্দু ও অন্যজন মুসলমান৷ দরগায় একই সঙ্গে প্রার্থনা করতে দেখা গেল দু’জনকে৷ নিজেদের ধর্ম মেনেই উপরওয়ালার সামনে একজন দাঁড়ালেন হাত জোড় করে, আর অন্যজন হাত খুলে৷ ময়ঙ্ক অস্তিন সুফির এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যেখানে তিনি লিখেছেন, “এক হিন্দু ডানদিকে আর এক মুসলিম বাঁ-দিকে৷ দিল্লির সুফি দরগায় এমন ছবিই নজর কাড়ল৷”
‘জয় শ্রী রাম’ নামের টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ইদ মুবারক’ পোস্ট করতে আজও অনেকের ‘জাত চলে যায়’৷ ধর্মের তথাকথিত লক্ষণরেখা ডিঙিয়ে একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে আজও ইতস্তত করেন অনেকেই৷ ধর্মের নামে চলে লড়াই৷ হিংসা আর প্রতিহিংসায় রক্তাক্ত হয় ধরণী৷ কিন্তু কয়েনের উলটো পিঠের মতোই যে সৌহার্দ ও ভাতৃত্ববোধ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, সেটাই প্রমাণ করে দিল এই ছবি৷ মনে করিয়ে দিল, এখনও এ দেশে হিন্দুভাইদের সঙ্গে ইফতারের উপবাস ভাঙেন মুসলিম ব্যক্তি৷ মনে করিয়ে দিল, আজও শান্তির খোঁজে দরগায় মাথা নত করেন হিন্দু ব্যক্তি৷ দিল্লির দরগার সম্প্রীতির ছবিটি তাই নতুন করে অনেক বার্তা দিয়ে গেল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.