সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্ক, লকডাউন, রোজগারহীনতা, বেকারত্ব, চাকরি হারানোর ভয় এবং সর্বোপরি গৃহবন্দি দশা। নোভেল করোনা ভাইরাস একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল ভারতবাসীর মনের অসুখ। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমনই উদ্বেগের তথ্য। Indian Psychiatry Society নামের এক সংস্থা তাঁদের সমীক্ষায় বলছে, করোনা আতঙ্কের জেরে এক ধাক্কায় প্রায় ২০ শতাংশ বেড়েছে মানসিক রোগীর সংখ্যা। প্রত্যেক ৫ জন ভারতীয়র মধ্যে একজন এখন মানসিক রোগে ভুগছেন।
সমীক্ষকরা বলছেন, গোটা বিশ্ব যখন করোনার মতো মহামারির বিরুদ্ধে লড়াই করছে, তখন ভারতে লাফিয়ে বাড়ছে মানসিক রোগে আক্রান্তের সংখ্যা। এর মূল কারণ অকস্মাৎ জীবনশৈলীতে পরিবর্তন। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, স্রেফ শেষ এক সপ্তাহে দেশে প্রায় ১৫ শতাংশ বেড়েছে মানসিক অস্বাভাবিকতা। এর কারণ, উদ্বেগ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সঞ্চিত অর্থে হাত পড়া, এবং চাকরি হারানোর ভয়। বহু মানুষ এই গৃহবন্দি দশায় মানসিক সমস্যায় ভুগছেন। যা এখনই বিপজ্জনক না হলেও ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। চিকিৎসকরা মনে করছে করোনা আতঙ্কের জেরে লকডাউন যদি দ্রুত শেষ না হয়, তাহলে মানসিক ভারসাম্যহীন মানুষের সংখ্যাটাও একধাক্কায় অনেকটা বাড়বে।
উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের প্রায় ১৩০০ মানুষ করোনা ভাইরাসের কবলে। মৃত্যু হয়েছে প্রায় ৪০ জনের। করোনা ভাইরাস (COVID-19) রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন (lockdown) ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একপ্রকার আকস্মিক লকডাউনের সিদ্ধান্ত দেশের গরিব খেটে খাওয়া মানুষদের বেশ সমসস্যায় ফেলেছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এর জেরে অথৈ জলে পড়েছেন।তাছাড়া স্থানীয় স্তরের দিনমজুরদেরও সমস্যা কম নয়। অর্থাভাবে অনাহারে থাকার জোগাড় তাঁরাও। তথাকথিত উপরের তলার মানুষের আবার অন্য সমস্যা। কাজ পাগলের হাত কাজ নেই। আবার সুরাপ্রেমী মানুষেরা পাচ্ছেন না মদ্যপানের সুযোগ। দেশে ক্রমবর্ধমান মানসিক অসুস্থতার এটাও একটা কারণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.