Advertisement
Advertisement

Breaking News

মুখ্যসচিবের আবাসনে আয়কর হানা, উদ্ধার ১৮ লক্ষ টাকার নয়া নোট

তামিলনাড়ুতে ম্যারাথন তল্লাশি, গ্রেফতার খনি মাফিয়া জে শেখর রেড্ডি৷

Income tax raids on TN chief secretary’s premises: New currency notes worth Rs 18 lakh seized
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2016 9:24 pm
  • Updated:December 21, 2016 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যসচিবের আবাসন ও দফতরে দিনভর তল্লাশির পর উদ্ধার হল প্রায় ১৮ লক্ষ টাকার নতুন নোট ও ২ কিলোগ্রামেরও বেশি সোনা৷ খনি মাফিয়া জে শেখর রেড্ডির সঙ্গে আঁতাতের অভিযোগও উঠেছে মুখ্যসচিব পি রামা মোহন রাওয়ের বিরুদ্ধে৷ রেড্ডিকে এদিন গ্রেফতার করে সিবিআই৷ রেড্ডির বাড়িতে আগেই হানা দিয়েছিলেন আয়কর বিভাগের কর্তারা৷ সেখান থেকে উদ্ধার হয়েছে ১৩৬ কোটি টাকার নতুন ও পুরনো নোট৷ সোনা উদ্ধার হয়েছে প্রায় ১৭৭ কোটি টাকার৷

বুধবার আয়কর বিভাগ পি রামা মোহন রাও ছাড়াও তাঁর স্ত্রী, সন্তান, আত্মীয় ও সহকারীর বাসভবনেও হানা দেয়৷ তল্লাশি চালানো হয় মুখ্য সচিবালয়েও৷ এদিন রাতে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি৷ এখনও তল্লাশি জারি রয়েছে, যার ফলে উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে৷ রেড্ডির সঙ্গে গোপন আঁতাত রয়েছে মুখ্যসচিবের, এই খবর পেয়েই এদিন তাঁর বাসভবন, দফতরে হানা দেয় আয়কর বিভাগ৷

Advertisement

এদিন তামিলনাড়ুর প্রায় ১৪টি জায়গায় একযোগে অভিযান চালান আয়কর বিভাগের কর্তারা৷ চেন্নাই, চিত্তুর ও বেঙ্গালুরুতে অভিযান চলে৷ মুখ্যসচিবের বাড়িতে ভোর সাড়ে ৫টা নাগাদ হানা দেন আয়কর বিভাগের কর্তারা৷ অন্তত ২০ জন অফিসার এই অভিযান চালান৷ দুপুর ২টো ২৫ মিনিটে পি রামা মোহন রাওয়ের সচিবালয়ে অভিযান চলে৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির জন্য মোতায়েন রাখা হয় অাধাসেনা ও পর্যাপ্ত পুলিশ৷ তামিলনাড়ুর পাশাপাশি এদিন আয়কর দফতরের কর্তারা উত্তরাখণ্ডে অভিযান চালিয়ে উধম সিং নগর থেকে প্রায় ৯ লক্ষ টাকার নতুন ২ হাজার নোট উদ্ধার করেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement