Advertisement
Advertisement

Breaking News

Hemant Soren

ভোটের মুখে ঝাড়খণ্ডে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি, সোরেনের সচিবের বাড়িতে আয়কর হানা

হেমন্ত ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালীর বাড়িতে চলছে তল্লাশি।

Income tax raids against Hemant Soren's aide days ahead of Jharkhand polls

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:November 9, 2024 5:02 pm
  • Updated:November 9, 2024 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বুধবার থেকে ঝাড়খণ্ডে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে অবিজেপি এই রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। শনিবার রাঁচি এবং জামশেদপুরের অন্তত ৭ জায়গায় অভিযান চালাল আয়কর বিভাগ। তল্লাশি অভিযান চলছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তব-সহ একাধিক ভিভিআইপির বাড়িতে।

জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা নাগাদ সুনীল শ্রীবাস্তব-সহ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ১৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর বিভাগ। সূত্রের খবর, আসন্ন নির্বাচন উপলক্ষে বিপুল টাকার অবৈধ লেনদেন, হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের খবর পেয়েছে আয়কর বিভাগ। সেই সূত্র ধরেই চলছে এই তল্লাশি অভিযান। রাঁচিতে সুনীল শ্রীবাস্তবের বাড়ির পাশাপাশি, অশোকনগরে তাঁর স্ত্রীর ও পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি চলছে এই তল্লাশি। এছাড়া জামশেদপুরে একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে এই তল্লাশি অভিযান।

Advertisement

যদিও আয়কর বিভাগের এই তল্লাশি অভিযানকে বিজেপির রাজনৈতিক রাজনৈতিক বলে অভিযোগ তুলেছে শাসকদল জেএমএম। শাসকদলের দাবি, নির্বাচনের আগে হেমন্ত সোরেনের ভাবমূর্তি খুন্ন করতেই এই অভিযান। অভিযোগ, বিজেপি রাজনৈতিক ভাবে লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে ভোটে জিততে চাইছে যদিও তাদের অভিসন্ধি রাজ্যবাসী ব্যর্থ করে দেবেন।

উল্লেখ্য, সুনীল শ্রীবাস্তব হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব। পূর্বে সরকারি ইঞ্জিনিয়র হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরে চাকরি ছেড়ে হেমন্ত সোরেনের সহকারি হিসেবে কাজ করেন। বর্তমানে ইনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কেন্দ্রীয় সমিতির সদস্য ও দলের স্টার প্রচারক। তাঁর বাড়িতে আয়কর হানায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা চরম আকার নিয়েছে ঝাড়খণ্ডে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement