Advertisement
Advertisement
Income Tax Day

আজ আয়কর দিবস, আয়ের জন্য কর ব্যবস্থা কবে প্রবর্তিত হয়?

২০১০ সাল থেকে বছরের এই দিনই পালিত হয় আয়কর দিবস।

Income Tax Day commemorates introduction of income tax in India

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:July 24, 2024 3:02 pm
  • Updated:July 24, 2024 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশের আর্থিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক জাতীয় আয়কর দিবস। প্রতি বছর ২৪ জুলাই পালিত হয় দিনটি। ১৮৬০ সালে এই দিনেই এদেশে প্রবর্তিত হয় আয়কর ব্যবস্থা। যার দেড়শো বছরের পূর্তিতে ২০১০ সাল থেকে এই দিনই পালিত হয় আয়কর দিবস।

তবে ১৮৬০ সালে স্যার জেমস উইলসন আয়কর প্রবর্তন করলেও ১৯২২ সালে প্রকৃত অর্থে এদেশের কর ব্যবস্থায় বিপ্লব আসে। সেই সময় থেকে যে ব্যাপক আয়কর আইন চালু হয়, তার ফলে দেশে একটি কাঠামোগত কর প্রশাসন প্রতিষ্ঠা করেছিল। এর পর ১৯২৪ সালে গঠিত হয় কেন্দ্রীয় রাজস্ব বোর্ড। যা ১৯৬৩ সালে বিভক্ত হয়। এদিকে ১৯৪৬ সালে আর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয় গ্রুপ এ আধিকারিকদের নিয়োগের মাধ্যমে। পরে ১৯৬৩ সালে আইআরএস (ডাইরেক্ট ট্যাক্স) স্টাফ কলেজ প্রতিষ্ঠিত হয়। আয়কর বিভাগে কম্পিউটারাইজেশনের সূচনা হয়েছিল ১৯৮১ সালে। ২০২১ সালে খোলা হয় নতুন ই-ফাইলিং পোর্টাল। আয়কর বিভাগের এই সমস্ত সাফল্যকে স্মরণে রাখতেই প্রতি বছর এই দিনে পালিত আয়কর দিবস।

Advertisement

[আরও পড়ুন: বাণিজ্যে বৃদ্ধি, বাজেটের ‘নয়া দিশা’য় খুশি শিল্পমহল]

আয়কর ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাইলফলক

১৮৬০: স্যার জেমস উইলসন আয়কর প্রবর্তন করলেন।

১৯২২: ব্যাপক স্তরে আয়কর আইন প্রতিষ্ঠিত হয়।

১৯২৪: গঠিত হয় সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট।

১৯৪৬: গ্রুপ এ আধিকারিকদের নিয়োগ।

১৯৫৭: প্রতিষ্ঠিত হয় আইআরএস (ডাইরেক্ট ট্যাক্স) স্টাফ কলেজ। পরে যার নাম বদলে রাখা হয় ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস।

[আরও পড়ুন: ফের রক্তাক্ত উপত্যকা, জোড়া গুলির লড়াইয়ে খতম ১ জঙ্গি, শহিদ ১ জওয়ান]

১৯৬৩: বিভক্ত হল কেন্দ্রীয় রাজস্ব বোর্ড।

১৯৮১: আয়কর বিভাগে কম্পিউটারাইজেশনের সূচনা।

২০০৯: সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার প্রতিষ্ঠিত হল বেঙ্গালুরুতে।

২০১৪: আয়কর বিভাগের নতুন ওয়েবসাইটের সূচনা।

২০২০: মামলা-মোকদ্দমা কমাতে এবং সরকারি রাজস্ব আয়ের জন্য ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের প্রবর্তন।

২০২১: খোলা হল নতুন ই-ফাইলিং পোর্টাল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement