Advertisement
Advertisement
Arvind Kejriwal

দেশের আর্থিক উন্নতির স্বার্থে নোটে ছাপা হোক লক্ষ্মী-গণেশের ছবি, মোদিকে চিঠি কেজরিওয়ালের

কেজরিওয়ালের মতে, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন।

Include Lakshmi, Ganesh Images On Currency Notes, Arvind Kejriwal urges To PM Narendra Modi | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 26, 2022 12:34 pm
  • Updated:October 26, 2022 3:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির অস্ত্র দিয়েই ফের বিজেপিকে চাপে ফেলার রণকৌশল সাজালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় নোটে এবার স্থান পাক লক্ষ্মী-গণেশের মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এমন আরজিই জানালেন তিনি।

কেজরিওয়ালের দাবি, নতুন করে যে নোট দেশে ছাপানো হবে, সেখানে একটি পিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি। আর অন্য পিঠে ফুটে উঠুক লক্ষ্মী-গণেশের মুখ। তাঁর মতে, নোটে দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সম্বৃদ্ধি ঘটবে। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “অনেক সময়ই আমরা অনেক চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সুফল মেলে না। তাই প্রধানমন্ত্রীর (PM Modi) কাছে আমার আরজি, গণেশ ও লক্ষ্মীর ছবি দিয়ে নতুন নোট ছাপা হোক।” এখানেই থামেননি তিনি। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ইন্দোনেশিয়ার উদাহরণও টেনেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, “ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশে গণেশের মুখ দেওয়া নোট রয়েছে। সেই দেশ পারলে আমরা কেন পারব না?” চিঠিতে কেরজিওয়াল আরও উল্লেখ করেন, ডলারের তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ঈশ্বরের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন।

Advertisement

[আরও পড়ুন: ‘ওখানে লুঙ্গি ছাড়া ওদের কিছু নেই’, অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে তালা পড়ল মিঞা মিউজিয়ামে]

ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বিজেপি। বিরোধীদের এমন অভিযোগে বারবার বিদ্ধ হয়েছে গেরুয়া শিবির। কার্যত সেই অস্ত্রকে কাজে লাগিয়েই মোদি সরকারের দিকে যেন পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কেজরিওয়াল। ভারতবর্ষের মতো ধর্মনিরেপক্ষ দেশে তিনি হিন্দুত্ব তাস খেলেই বিজেপিকে চাপে ফেলার কৌশল করছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, এর আগে গুজরাটের জনসভায় ‘জয় শ্রীরাম’, ‘জয় শ্রীকৃষ্ণ’ ধ্বনি তুলতে দেখা গিয়েছিল AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। এবছরের ডিসেম্বরেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে গুজরাট (Gujarat) সফরে গিয়ে কংস বধের বার্তা দিয়েছিলেন কেজরিওয়াল।

[আরও পড়ুন: টি-২০ থেকে অবসর নেওয়া উচিত কোহলির! পাকিস্তান হারতেই বিস্ফোরক শোয়েব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement