Advertisement
Advertisement

Breaking News

বিহার

২৬৪ কোটি টাকার সলিল সমাধি! এক মাসের মধ্যে ভেঙে পড়ল নীতীশের উদ্বোধন করা ব্রিজ

ব্রিজ ভাঙা কাণ্ডে নীতীশ কুমার সরকারের মুণ্ডপাত করছে বিরোধী আরজেডি ও কংগ্রেস।

Inaugurated by CM Nitish Kumar, part of bridge in Bihar's Gopalganj collapses into river
Published by: Subhamay Mandal
  • Posted:July 16, 2020 6:46 pm
  • Updated:July 16, 2020 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসও গেল না। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা সেতু জলের তোড়ে ভেঙে ভেসে গেল। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জে। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ব্রিজ ভেঙে ভোটের মুখে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন ‘বরুণদেব’! এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ব্রিজ ভাঙা কাণ্ডে নীতীশ কুমার (Nitish Kumar) সরকারের মুণ্ডপাত করছে বিরোধী আরজেডি ও কংগ্রেস।

গত মাসের ১৬ জুন গোপালগঞ্জের গণ্ডক নদীর উপর এই সাত্তারঘাট সেতুটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু বর্ষায় নদীর জলস্তর বেড়েছে। বিহারে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। তার মধ্যেই ২৬৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর একটা অংশ ভেঙে পড়ে নদীর জলে ভেসে যায়। গোপালগঞ্জের সঙ্গে পূর্ব চম্পারণ, সিওয়ান ও সরণ জেলার সংযোগ স্থাপনে এই সেতু নির্মিত হয়েছিল। যার সলিল সমাধি হয়ে গেল বুধবার। এই ঘটনায় রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে তুমুল আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, ‘উদ্বোধনের ২৯ দিনের মধ্যে একটা সেতু ভেঙে পড়ল। যেটা আট বছর ধরে তৈরি করা হচ্ছিল। নীতীশ কুমারের জমানায় ব্রিজ ভেসে যাওয়াটা রেওয়াজ হয়ে গিয়েছে। ভোটের রাজনীতির জন্য তড়িঘড়ি ব্রিজ উদ্বোধন করলেন, আর এই পরিণতি। সরকারের উচিত এখনই নির্মাণ সংস্থাকে ব্ল্যাক লিস্ট করা।’

Advertisement

[আরও পড়ুন: করোনার সংক্রমণের মধ্যেই বানভাসি অসমে মৃত বেড়ে ৯২, ক্ষতিগ্রস্ত ৩৬ লক্ষের বেশি]

তিনি আরও বলেছেন, ‘কাহালগাঁওতে উদ্বোধনের দিনই বাঁধ ভেঙে পড়েছিল। ইঁদুর ব্রিজের অবস্থা বেহাল করে দেয়। এসবের টাকা আসে কোথা থেকে? মুখ্যমন্ত্রী গত ১৫ বছরে ৫৫টা দুর্নীতি করেছেন। নির্মাণ সংস্থার থেকে টাকা খেলে তো ব্রিজ ভাঙবেই!’ প্রসঙ্গত, ২০১৭ সালে গঙ্গার তীরে নদীবাঁধে ধস নামার সময় ইঁদুরের ঘাড়ে দায় চাপিয়ে ছিল নীতীশ কুমার সরকার। এবার কাদের ঘাড়ে দোষ চাপায় সরকার, সেটাই দেখার বলছেন বিরোধীরা।

[আরও পড়ুন: জমি থেকে উৎখাত করতে ‘অকথ্য’ অত্যাচার পুলিশের, বিষ খেল মধ্যপ্রদেশের দলিত দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement