Advertisement
Advertisement

এবার নিষ্ক্রিয় অ্যাকাউন্টে মিলবে ৮.৮% সুদ

"মানুষকে এটাই দেওয়ালির উপহার মোদি সরকারের৷"

 Inactive account will be credited by 8.8% interest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 1, 2016 11:21 am
  • Updated:May 23, 2023 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্থার নিষ্ক্রিয় থাকা সব অ্যাকাউন্টে ৮.৮ শতাংশ হারে সুদ দিতে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলকে (ইপিএফও) নির্দেশ দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়৷ সোমবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে দত্তাত্রেয় বলেন, “ইপিএফও-র যে সব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে ২০১১ সাল থেকে সেই সব অ্যাকাউন্টে কোনও সুদ দেওয়া হয় না৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নির্দেশ মতো ওই সব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সক্রিয় করে তুলতে সুদ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমি ইতিমধ্যেই ওই নির্দেশনামায় সই করে দিয়েছি৷ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে৷ ওই সব নিষ্ক্রিয় অ্যাকাউন্টে ৮.৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে৷ এই সিদ্ধান্তে গোটা দেশে ৯.৭০ কোটি কর্মী উপকৃত হবেন৷ মানুষকে এটাই দেওয়ালির উপহার মোদি সরকারের৷”

এই মুহূর্তে ইপিএফও-র ৪২ হাজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, শেষ ৩৬ মাসে ইপিএফও-র কোনও অ্যাকাউন্টে টাকা জমা না হলে ওই সব অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় বলে ধরা হয়৷ দত্তাত্রেয় জানান, ইপিএফওয় অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে৷ এ ধরনের অ্যাকাউন্টগুলি চিহ্নিত করার চেষ্টা চলছে৷ এই কাজ শেষ হলেই সুদ প্রদানের কাজ শুরু হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement