Advertisement
Advertisement

ইলেকট্রিকের খুঁটিতে প্রস্রাব, তড়িদাহত হয়ে মৃত্যু কিশোরের

বন্ধুদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্র।

Peeing on an electric pole carrying high-tension wires proved costly
Published by: Soumya Mukherjee
  • Posted:May 9, 2019 6:13 pm
  • Updated:May 9, 2019 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার ধারে থাকা ইলেকট্রিক খুঁটিতে প্রস্রাব করার জেরে প্রাণ হারাল এক কিশোর। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির গণেশপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল ক্লাস টেনের ছাত্র ১৫ বছরের ভূপ কিশোর। এই সময় আচমকা প্রচণ্ড প্রস্রাব পেয়ে যায় তার। এরপরই প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে চরম বিপদ ডেকে আনে। বরেলির অনোলা মহকুমার গণেশপুর গ্রামের একটি ইলেকট্রিক খুঁটিতে প্রস্রাব করার সঙ্গে সঙ্গেই তড়িদাহত হয়ে মৃত্যু হয় তার। চোখের সামনে এই ঘটনা দেখে প্রথমে হকচকিয়ে যায় ভূপের সহপাঠীরা। পরে চিত্‍‌কার করতে শুরু করে।

Advertisement

[আরও পড়ুন- ট্রেন-বাসে চড়ার প্রবণতা কমছে ভারতবাসীর, সমীক্ষার রিপোর্ট বাড়াচ্ছে চিন্তা]

তাদের আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কৃষক প্রেম সিং। তারপর একটি কাঠের গুঁড়ির সাহায্যে ভূপ কিশোরের দেহটি ইলেকট্রিকের খুঁটি থেকে আলাদা করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাইভোল্টেজ বিদ্যুত্‍‌ শরীরের মধ্যে দিয়ে বয়ে যাওয়ায় শরীরের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল ওই কিশোরের। পরে তার পরিবার ও পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। 

[আরও পড়ুন- বায়ুসেনার বিমানগুলিকে নিজের ট্যাক্সি বানিয়েছেন, মোদিকে পালটা কংগ্রেসের]

কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বিদ্যুত্‍‌ বিভাগ। প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে বিদ্যুত্‍‌ বিভাগ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement