Advertisement
Advertisement

Breaking News

Bipin Rawat

চিন ও পাকিস্তানের বিরুদ্ধে একসঙ্গে লড়তে সক্ষম ভারত, হুঁশিয়ারি বিপিন রাওয়াতের

বেজিংয়ের ফাঁদে পা দিলে ইসলামাবাদকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে বলেও মন্তব্য করেন তিনি।

Gen Rawat says ‘India capable of handling two-front threat’

বিপিন রাওয়াত

Published by: Soumya Mukherjee
  • Posted:September 5, 2020 11:57 am
  • Updated:September 5, 2020 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও পাকিস্তান যদি একসঙ্গে হামলা চালায় তাহলে ভারত তার মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে আয়োজিত একটি ওয়েবমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন চিফ অফ ডিফেন্স (CDS) স্টাফ বিপিন রাওয়াত। চিনের উসকানিতে পাকিস্তান যদি বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার ‘নেভিগেটিং নিউ চ্যালেঞ্জস (Navigating New Challenges)’ নামে আয়োজিত ওয়েবমিনারে বক্তব্য রাখতে গিয়ে চিন ও পাকিস্তানের তীব্র সমালোচনা করেন বিপিন রাওয়াত (Bipin Rawat)। বলেন, ‘ভারত সবসময় শান্তির কথা বলে। কিন্তু, প্রতিবেশী দুটি দেশ বর্তমানে যে পরিস্থিতি তৈরি করেছে তাতে তাদের যোগ্য উত্তর দেওয়ার সময় এসেছে। ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে যৌথভাবে হামলা চালানোর চেষ্টা করছে চিন ও পাকিস্তান। আর তাদের যেকোনও পদক্ষেপের যোগ্য উত্তর দেওয়ার জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা। এর জন্য প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট খুলে অভিযান চালানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে।’

Advertisement

[আরও পড়ুন: মিলবে না মুক্তি, আগামী বছরও দাপট দেখাতে পারে করোনা! আশঙ্কা এইমসের ডিরেক্টরের ]

ওয়েবমিনারে বক্তব্য রাখার সময় চিনের ফাঁদে পা দিয়ে পাকিস্তান কোনও ভুল পদক্ষেপ নিলে তার ফল ভয়ানক হবে বলেও মন্তব্য করেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ। রীতিমতো হুঁশিয়ারি তিনি বলেন, ‘লাদাখে চিন ও ভারতের মধ্যে যে অশান্তি চলছে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। উত্তর সীমান্তে হামলা চালানোর ছক কষছে। সত্যিই যদি বেজিংয়ের উসকানিতে ইসলামাবাদ কোনও ভুল পদক্ষেপ নেয় তাহলে তার ফল ভুগতে হবে তাদের। চরম দুর্ভোগ নেমে আসবে তাদের উপর।’

[আরও পড়ুন: ফের বিশ্বাসঘাতকতা! রাজনাথের বৈঠকের দিনই অরুণাচলের ৫ যুবককে ‘অপহরণ’ চিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement