Advertisement
Advertisement

Breaking News

কাপুরুষ সরকার

‘অহিংসা ও সত্যাগ্রহই একমাত্র পথ’, বিক্ষোভকারীদের পরামর্শ রাহুল গান্ধীর

'এটা একটা কাপুরুষ সরকার', দিল্লিতে ছাত্র-পুলিশ সংর্ঘষের পর তোপ প্রিয়াঙ্কার।

'In Solidarity With Those Protesting Peacefully': Rahul Gandhi

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:December 16, 2019 1:28 pm
  • Updated:December 16, 2019 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল হয়ে পড়েছে অসম-সহ দেশের বিভিন্ন অঞ্চলে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের জেরে প্রবল উত্তেজনা ছড়ায় খোদ রাজধানী দিল্লিতেই। গত তিনদিন ধরে গন্ডগোল চলছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। রাস্তা অবরোধের পাশাপাশি বেশকিছু জায়গায় রেলস্টেশন ভাংচুর করে বিক্ষোভকারীরা। রীতিমতো তাণ্ডব চালিয়ে ট্রেনে পাথর ছোঁড়ার পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে টুইট করে বিক্ষোভকারীদের সংযত হওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অহিংসা ও সত্যাগ্রহই প্রতিবাদের একমাত্র পথ বলে উল্লেখ করলেন।

রবিবার সকাল থেকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশের রাজধানী দিল্লি। দফায় দফায় পড়ুয়া ও পুলিশের সংঘর্ষের ফলে প্রবল উত্তেজনা ছড়ায়। কোনও ইন্ধন ছাড়াই পুলিশ তাদের উপর বিনা কারণে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করে পড়ুয়ারা। এরপরই এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

[আরও পড়ুন: ‘আগে দাঙ্গা বন্ধ হোক’, CAA ইস্যুতে বিক্ষোভকারী পড়ুয়াদের ধমক সুপ্রিম কোর্টের]

 

টুইট করেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ুয়াদের পিটিয়েছে পুলিশ। সরকারের যখন মানুষের মতামত শোনার কথা তখন বিজেপি পুলিশ দিয়ে ছাত্র আন্দোলন দমন করতে চাইছে। উত্তর-পূর্ব থেকে উত্তরপ্রদেশ, দিল্লি সর্বত্রই পড়ুয়া আর সাংবাদিকদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এটা একটা কাপুরুষ সরকার।’

সোমবার সকালেও তিনি টুইটে জানান, ‘এভাবে যৌবনের কণ্ঠস্বর দমন করা যায় না। কিন্তু, এই সরকার জোর করে মানুষের মুখ বন্ধ করতে চাইছে। দেশকে একনায়কতন্ত্রের পথে নিয়ে যেতে চাইছে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement