ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল হয়ে পড়েছে অসম-সহ দেশের বিভিন্ন অঞ্চলে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের জেরে প্রবল উত্তেজনা ছড়ায় খোদ রাজধানী দিল্লিতেই। গত তিনদিন ধরে গন্ডগোল চলছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। রাস্তা অবরোধের পাশাপাশি বেশকিছু জায়গায় রেলস্টেশন ভাংচুর করে বিক্ষোভকারীরা। রীতিমতো তাণ্ডব চালিয়ে ট্রেনে পাথর ছোঁড়ার পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে টুইট করে বিক্ষোভকারীদের সংযত হওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অহিংসা ও সত্যাগ্রহই প্রতিবাদের একমাত্র পথ বলে উল্লেখ করলেন।
The CAB & NRC are weapons of mass polarisation unleashed by fascists on India. The best defence against these dirty weapons is peaceful, non violent Satyagraha. I stand in solidarity with all those protesting peacefully against the CAB & NRC.
— Rahul Gandhi (@RahulGandhi) December 16, 2019
রবিবার সকাল থেকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশের রাজধানী দিল্লি। দফায় দফায় পড়ুয়া ও পুলিশের সংঘর্ষের ফলে প্রবল উত্তেজনা ছড়ায়। কোনও ইন্ধন ছাড়াই পুলিশ তাদের উপর বিনা কারণে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করে পড়ুয়ারা। এরপরই এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
টুইট করেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ুয়াদের পিটিয়েছে পুলিশ। সরকারের যখন মানুষের মতামত শোনার কথা তখন বিজেপি পুলিশ দিয়ে ছাত্র আন্দোলন দমন করতে চাইছে। উত্তর-পূর্ব থেকে উত্তরপ্রদেশ, দিল্লি সর্বত্রই পড়ুয়া আর সাংবাদিকদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এটা একটা কাপুরুষ সরকার।’
देश के विश्वविद्यालयों में घुस घुसकर विद्यार्थियों को पीटा जा रहा है। जिस समय सरकार को आगे बढ़कर लोगों की बात सुननी चाहिए, उस समय भाजपा सरकार उत्तर पूर्व, उत्तर प्रदेश, दिल्ली में विद्यार्थियों और पत्रकारों पर दमन के जरिए अपनी मौजूदगी दर्ज करा रही है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 15, 2019
यह सरकर कायर है। #Shame
সোমবার সকালেও তিনি টুইটে জানান, ‘এভাবে যৌবনের কণ্ঠস্বর দমন করা যায় না। কিন্তু, এই সরকার জোর করে মানুষের মুখ বন্ধ করতে চাইছে। দেশকে একনায়কতন্ত্রের পথে নিয়ে যেতে চাইছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.