Advertisement
Advertisement

Breaking News

নির্যাতিতার সঙ্গে ‘সেলফি’, বিতর্কে মহিলা কমিশনের সদস্য

বুধবার নির্যাতিতাকে বিচারের জন্য পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে ‘সেলফি’ তোলেন সোমিয়া৷

In Rajasthan, Selfie With Alleged Rape Survivor Sparks Controversy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 1:48 pm
  • Updated:October 27, 2018 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সেলফি’ মায়া, বড় মায়া৷ একবার এর ফাঁদে পা রাখলে আর নিষ্কৃতি নেই৷ রণে-বনে-জঙ্গলে কেবল মোবাইল ফোন উর্ধ্বগগণে তুলে ঘুরতে দেখা যায় ‘সেলফি’ আক্রান্ত মানুষদের৷ এর সাম্প্রতিক শিকার রাজস্থানের মহিলা কমিশনের সদস্য সোমিয়া গুর্জর৷ যার জেরে তোলপাড় মরুভূমির দেশ৷

কী এমন করেছিলেন সোমিয়া? নির্যাতিতা এক মহিলার সঙ্গে সহাস্য বদনে ‘সেলফি’ তুলেছিলেন মাত্র৷ ৩০ বছরের ওই মহিলা ক’দিন আগেই সংবাদের শিরোনামে এসেছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির অকথ্য নির্যাতনের খবরে৷ অভিযোগ ছিল, পণের জন্য তাঁকে ধর্ষণ করে গায়ে কুরুচিকর কথা লিখে উল্কি করে দেয় স্বামী ও তার দুই ভাই৷

Advertisement

বুধবার নির্যাতিতাকে বিচারের জন্য পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে ‘সেলফি’ তোলেন সোমিয়া৷ এতেই বিতর্কের ঝড় উঠেছে গোটা দেশে৷ বিতর্কের জেরে সোমিয়ার কাছে লিখিত জবাব চেয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন সুমনা শর্মা৷ এদিকে ‘সেলফি’র এই ফ্রেমে ধরা দিয়েছেন তিনিও৷ সুমনার বক্তব্য তিনি অভিযোগকারিনীর সঙ্গে কথায় ব্যস্ত ছিলেন৷ খেয়ালই করেননি কখন ছবি তোলা হয়েছে৷

কিন্তু, ছবি বলছে অন্য কথা৷ দিব্যি ক্যামেরায় চোখ রেখে ‘সেলফি’তে মজেছিলেন রাজস্থানের মহিলা কমিশনের চেয়ারপার্সন৷

rajasthan-selfie_650x400_41467258530

ক’দিন আগেই ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান৷ তাঁর একটি মাত্র কথায় বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়৷ ছিঃ ছিঃ রব পড়ে গিয়েছিল চারদিকে৷ সোমিয়ার ‘সেলফি ম্যানিয়া’ বিতর্কের সেই আগুনে নতুন করে ঘৃতাহুতি দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement