Advertisement
Advertisement
Kashmir Encounter

ভোররাতে উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা, গুলির লড়াইয়ে খতম দুই জেহাদি

গুলির লড়াইয়ে জখম এক গ্রামবাসীও।

Bengali news: In Pulwama encounter Two militants killed, Civilian injured | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 9, 2020 9:52 am
  • Updated:December 9, 2020 9:52 am  

মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের উত্তপ্ত দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama)। সরকারি নিরাপত্তাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের (Terrorist) গুলির লড়াইয়ে ভোররাতে রক্তাক্ত হল এই এলাকা। দুই জেহাদি নিকেশের পাশাপাশি জখম হয়েছেন এক সাধারণ নাগরিকও। 

বুধবার ভোররাতে পুলওয়ামার টিকেন গ্রামে অপারেশন  চালায় যৌথবাহিনী। এলাকায় দু-তিনজন জেহাদির আত্মগোপনের খবর ছিল। সেই খবরের উপর ভিত্তি করে গ্রামটি ঘিরে ফেলে কাশ্মীর পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। শুরু হয় তল্লাশি অভিযান। 

Advertisement

[আরও পড়ুন : বিরোধী কন্ঠরোধের চেষ্টা! ফের ‘গৃহবন্দি’ মেহবুবা মুফতি, ভিডিও পোস্ট করে সরব পিডিপি নেত্রী]

ভোরের আলো ফোটার আগেই গুলির লড়াই (Encounter) শুরু হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেতেই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে জেহাদিরা। জওয়ানদের লক্ষ্য করে লাগাতার গুলি ছুঁড়তে থাকে। পালটা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াই চলাকালীন এক গ্রামবাসী জখম হন। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তার আঘাত গুরুতর নয় বলেই খবর।

এদিকে গুলির লড়াই শেষে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে যৌথবাহিনী। সেই সময় দুই জেহাদির দেহ উদ্ধার হয়। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। আগ্নেয়াস্ত্রও মিলেছে বলে খবর। তবে এখনও গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে তল্লাশিও। এলাকার ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পরপর তিনটি অভিযান চালায় যৌথবাহিনী। এর মধ্যে দুটি অভিযান চালানো হয় উত্তর কাশ্মীরে। তবে সেখনে কোনও সন্ত্রাসবাদীর হদিশ মেলেনি। তৃতীয় অভিযানে দুই অজ্ঞাতপরিচয় জঙ্গিকে খতম করল যৌথবাহিনী। ডিডিসিএ-র নির্বাচন চালকালীন এই ঘটনা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন : একধাক্কায় অনেকটা বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কমল সুস্থতা]

উল্লেখ্য, তীব্র শীত পড়ার আগেই কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। শীতের সময় কাশ্মীরের বিভিন্নপ্রান্তে নাশকতামূলক কার্যকলাপের চেষ্টা চালাচ্ছে তারা। স্বাভাবিকভাবেই সেই হামলা রুখতে সক্রিয় যৌথবাহিনীও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement