সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। জানিয়ে দিলেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। এমনকী, কেন্দ্র যদি ফের সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেয়, তাহলে সীমান্তে ওপারে পাকিস্তানের পারমাণবিক ঘাঁটিগুলি ভারতীয় বায়ুসেনা ধ্বংস করে দিতে পারবে বলেও জানিয়েছেন এয়ার চিফ মার্শাল।
[দাউদকে ভারতে ফিরতে দেবে না আইএসআই, দাবি কাসকারের]
কয়েক মাসেই আগে ভারত-চিন-ভুটানের সীমান্তের সংযোগস্থল ডোকলামে সেনা মোতায়েন নিয়ে দিল্লি ও বেজিংয়ের সংঘাত চরমে পৌঁছেছিল। দেড়মাসেরও বেশি সময়ে ধরে ডোকলামে মুখোমুখি দাঁড়িয়েছিল ভারতীয় সেনা ও লালফৌজ। প্রথম থেকেই কুটনৈতিক পথেই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছিল ভারত। কিন্তু, ডোকলাম থেকে একতরফাভাবে সেনা প্রত্যাহারের জন্য দিল্লির উপর চাপ বাড়াচ্ছিল বেজিং। সীমান্তের ওপার থেকে লাগাতার যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। এমনকী, ডোকলামের পালটা হিসেবে কাশ্মীরে লালফৌজ ঢুকিয়ে দেওয়া হতে পারে হুমকি দিয়েছিল চিন। তবে শেষপর্যন্ত ব্রিকস সম্মেলনে আগে কূটনৈতিক পথেই ডোকলাম নিয়ে অচলাবস্থা কাটে। সেনা প্রত্যাহারে সম্মত হয় ভারত ও চিন। এয়ারফোর্স দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ভারতের এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বলেন, ‘মুখোমুখি যুদ্ধ করার জন্য আমাদের আরও ৪২টি স্কোয়াড্রেন প্রয়োজন। তবে তার মানে এই নয়, যে এখন আমরা কোনও দেশের সঙ্গে যুদ্ধ করতে পারব না।‘ এয়ার চিফ মার্শাল বলেন, ভারতীয় বায়ুসেনায় যথেষ্ট সুযোগ-সূবিধা আছে। তাই অল্প দিনের নোটিসেও যুদ্ধে নামতে কোনও অসুবিধা হবে না।
[নোট বাতিলে বাড়তি খাটুনি, ওভারটাইম না পেয়ে আন্দোলনে ব্যাঙ্কের কর্মীরা]
তবে চিনকেই নয়, এদিন পাকিস্তানকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ধানোয়া। কাশ্মীরে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন প্রতিবাদ জানাতে মঙ্গলবার পাক ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ভারত। সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সভায়ও সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার ধানোয়া বলেন, সীমান্তের ওপারে অভিযান চালিয়ে পাকিস্তানের পরমাণু ঘাঁটিগুলিকে চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারে বায়ুসেনা। তবে যুদ্ধই হোক কিংবা সার্জিক্যাল স্ট্রাইক, সিদ্ধান্ত যে কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে, তাও জানাতে ভোলেননি তিনি।
[মাদ্রাসায় বাধ্যতামূলক জাতীয় সঙ্গীত, যোগীর পাশেই আদালত]
প্রসঙ্গত, গত মাসে সেনাপ্রধান বিপিন রাওয়াতও বলেছিলেন, সীমান্তে চিন শক্তি প্রদর্শন করতে শুরু করেছে। তাই ভারতকেও সম্মুখ সমরের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ধানোয়ার মতো পাকিস্তানকে কড়া বার্তা দেননি সেনাপ্রধান।
Air Force has the capability to locate, fix and strike across the border: BS Dhanoa on the issue of the tactical nuclear weapon of Pakistan
— ANI (@ANI) 5 October 2017
[এবার গার্ড ছাড়াই ছুটবে ট্রেন, আশঙ্কা দুর্ঘটনা বাড়ার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.