Advertisement
Advertisement

নতুন ২০০০ টাকার নোটের ফটোকপি দিয়ে প্রতারণা কৃষককে

শনিবার কর্নাটকে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷

In Karnataka, farmer was cheated by photocopied Rs.2,000 Note
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 2:36 pm
  • Updated:November 13, 2016 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট সহজে জাল করা যাবে না৷ কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার তরফে তেমনই আশ্বাস দেওয়া হয়েছিল৷ কিন্তু বাস্তবে ধরা পড়ল অন্য ছবি৷ মাত্র তিন আগে বাজারে এসেছে ২০০০ টাকার নোট৷ আর তার মধ্যেই নকল ২০০০ টাকার নোট দিয়ে প্রতারিত করা হল এক ব্যক্তিকে৷

শনিবার কর্নাটকে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ চিক্কমাগালুর কৃষক অশোক বাজারে পাইকারি হিসেবে পিঁয়াজ বিক্রি করতে গিয়েছিলেন৷ আর সেখানেই বিপাকে পড়তে হল তাঁকে৷ এক ব্যক্তি অশোকের থেকে পিঁয়াজ কিনে তাঁর হাতে একটি ২০০০ টাকার নোট ধরিয়ে দেন৷ নতুন নোট পকেটে পুরে বাড়ি ফিরে যান অশোক৷ পরে এক বন্ধুকে সেই নোট দেখাতেই মাথায় হাত পড়ে তাঁর৷ অশোকের বন্ধু জানান, এটি আসল ২০০০ টাকার নোটের ফটোকপি৷ তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি৷ পুলিশ জানায়, খুব সহজেই বোঝা যাচ্ছে যে সেটি আসল ২০০০-এর নোটের ফটোকপি৷ কারণ ফটোকপি করা নোটটির দু’পাশ খানিকটা চাপা৷

Advertisement

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, ৫০০ এবং ২০০০ টাকার নোটে এমন কিছু বিশেষত্ব রয়েছে, যা দেখে আসল ও নকলের মধ্যে পার্থক্য করা যাবে৷ তাই যে কোনও নতুন নোট গ্রহণের আগে তা ভালভাবে যাচাই করে নিতে বলা হচ্ছে দেশবাসীকে৷ যাতে অশোকের মতো আর কাউকে একই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement