প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত চার মাস যাবৎ সীতা কুমারীর সঙ্গে লিভ-ইন করছিলেন বিজয় কুমার নামের যুবক। কিন্তু ঘটনার দিন অচেনা রুদ্রমূর্তি ধারণ করেন সীতা। অভিযোগ, বিজয় নিজের বিবাহিত স্ত্রীকে বেতনের টাকা পাঠিয়েছেন, একথা জানা মাত্র সবজি কাটার ছুরি নিয়ে তাঁর পুরুষাঙ্গে হামলা চালান সীতা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
রবিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনা অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার। অভিযুক্ত সীতা এবং বিজয়ের বাড়ি বিহারে। যবে থেকে বিজয় আলাদা থাকছেন, তবে থেকেই স্ত্রীকে বেতনের টাকা পাঠাতেন তিনি। এই ঘটনা জানা ছিল না সীতার। জানার পরেই রেগে আগুন হন তিনি। ঘটনার দিন ঘুমন্ত অবস্থায় বিজয়ের হাত ও চোখ বেঁধে ফেলেন। মোবাইল ফোনটিও ছিনিয়ে নেন। এর পর সবজি কাটার ছুরি দিয়ে বিজয়ের পুরুষাঙ্গে হামলা চালান। রক্তাক্ত হন বিজয়।
এর পর ভাড়া বাড়ির মালিককে জানিয়ে, বিজয়কে ওই অবস্থায় ফেলে চলে যান সীতা। ঘটনার তদন্তে নামা পুলিশকর্তা জানান, এই হামলার পিছনে অন্য কারণ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পেশায় দুধের ব্যবসায়ী বিজয় কুমারের বক্তব্য, ঘুমন্ত অবস্থায় হামলা হওয়ায় কোনও প্রতিরোধই গড়তে পারেননি তিনি। অবৈধ সম্পর্কের জেরে প্রাণ খোয়াতে বসেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.