Advertisement
Advertisement
Home On Fire

হিন্দু মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক, ‘অপরাধে’ মুসলিম যুবকের বাড়ি পুড়িয়ে দিল হিন্দুত্ববাদীরা

FIR দায়ের হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে।

In Agra Muslim Man's Home On Fire Over Relationship With Hindu Woman | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 16, 2022 3:00 pm
  • Updated:April 16, 2022 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিক মুসলমান, প্রেমিকা হিন্দু। মাঝে নিরুদ্দেশ ছিলেন ওই যুবক ও যুবতী। যুবকের বিরুদ্ধে অপহরণের (Kidnap) অভিযোগ এনে তাঁর বাড়ি পুড়িয়ে দিল হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। যুবককে গ্রেপ্তারিরও দাবি তুলেছে সংগঠনটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আগরায় (Agra)। এদিকে যুবকের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে স্থানীয় পুলিশের বিরুদ্ধে। স্থানীয় থানার পুলিশ প্রধানকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরুদ্দেশ হওয়ার দু’ দিন পর ২২ বছরের যুবতীর খোঁজ মিললেও যুবক সাজিদ এখনও নিরুদ্দেশ। এর মধ্যেই স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন ‘ধরম জাগরণ সমন্বয় সংঘ’ (Dharam Jagran Samanvay Sangh) সাজিদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। জানা গিয়েছে, আগরার রুনাক্তা এলাকায় একটি জিম রয়েছে সাজিদের। তাঁর আত্মীয়ের বাড়িতেও হিন্দুত্ববাদীরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এইসঙ্গে যুবতীকে অপহরণের অভিযোগে সাজিদকে গ্রেপ্তারির দাবি তুলেছে ধরম জাগরণ সমন্বয় সংঘের সদস্যরা। আগুন লাগানোর সময় সাজিদের বাড়ির বেশ কয়েকজন আহত হয়েছেন। 

Advertisement

[আরও পড়ুন: গোটা দেশের উপনির্বাচনে শূন্য পেল বিজেপি, পাঁচ আসনেই জয়ী বিরোধী শিবির]

এদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে সাজিদের বিরুদ্ধে ওঠা অপহরণের দাবিকে অস্বীকার করতে দেখা গিয়েছে যুবতীকে। তিনি জানিয়েছেন, “আমরা সাবালক। আমি ওর সঙ্গে স্বেচ্ছায় গিয়েছিলাম।” সিনিয়র এসপি (Senior Superintendent of Police) সুধীর কুমার সিংও (Sudheer Kumar Singh) নিশ্চিত করেছেন, “দু’জনেই সাবালক”।

[আরও পড়ুন: সোনিয়া-রাহুল-সহ শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের, বাড়ছে যোগদানের সম্ভাবনা]

পুলিশের তরফে জানানো হয়েছে, সাজিদের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। পাশাপাশি এলাকার দু’টি বাড়িতে আগুন লাগানোর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সিকান্দ্রা থানার পুলিশ প্রধানকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সিনিয়র এসপি সুধীর কুমার সিং জানিয়েছেন, “দোষ প্রমাণিত হলে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে সাজিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে যুবতীর পরিবার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement