Advertisement
Advertisement

Breaking News

দেশভক্তি দেখাতে গিয়ে তিরঙ্গাই উলটে দিল মোবাইল সংস্থা!

সোমবারই বাজারে এসেছে ব্ল্যাক শার্ক ২ মডেলের ঝকঝকে স্মার্টফোনটি৷

In a new smart phone Indian flag appears on screen upside down
Published by: Sucheta Sengupta
  • Posted:May 28, 2019 8:10 pm
  • Updated:May 28, 2019 8:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন স্মার্টফোন এনেছে এক বহুজাতিক সংস্থা৷ ঝকঝকে, উন্নত প্রযুক্তির, হাল ফ্যাশনের স্মার্টফোন৷ আকর্ষণীয় গেমে ভরতি৷ সোমবারই ভারতের বাজারে ফোন এসেছে৷ ব্ল্যাক শার্ক টু নামে এই ফোনটি নিয়ে মাতামাতির শেষ নেই৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফোনের বিজ্ঞাপন চোখে পড়তেই অত্যুৎসাহীরা খেয়াল করলেন, দারুণ স্মার্টফোন আনার তুমুল উত্তেজনায় একটি বড়সড় ভুল করে ফেলেছে সংস্থা৷ যা কিনা ক্ষমার অযোগ্য৷

[আরও পড়ুন: মহিলাকে বেল্ট দিয়ে মারধরের ভিডিও ভাইরাল, বহিষ্কৃত হরিয়ানার ৫ পুলিশকর্মী]

কী সেই অপরাধ? ফেসবুক, টুইটারে সংস্থার পক্ষ থেকে দেওয়া বিজ্ঞাপনে দেখা গেল, ফোনের স্ক্রিনে ‘নমস্তে ইন্ডিয়া’ নামে ওয়ালপেপার ভেসে উঠছে৷ কিন্তু এ কী? দেশভক্তি দেখাতে গিয়ে তো সংস্থা ভারতের পতাকাটাই উলটে দিয়েছেন৷ গেরুয়া, সাদা, সবুজ – এই বিন্যাসের ত্রিবর্ণ পতাকার চেহারাই বদলে গিয়েছে৷ ব্ল্যাক শার্ক টু ফোনে দেওয়া ভারতের পতাকার শুরুর রং সবুজ, তারপর সাদা এবং শেষে গেরুয়া৷ মাঝে অশোকচক্র অবশ্য ঠিকই আছে৷ অর্থাৎ পতাকাটিকে উলটে দিলে যা হয়, সেটাই দেখা যাচ্ছে নতুন স্মার্টফোনের স্ক্রিনে৷

Advertisement

opposite-flag

এদৃশ্য দেখে যারপরনাই ক্ষেপে গিয়েছেন অনেকে৷ সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ছবি ছড়িয়ে পড়েছে৷ নেটিজেনদের দাবি, ত্রিবর্ণ রঞ্জিত পতাকার রং অদলবদল করে এভাবে অপমান করা হয়েছে ভারতের পতাকাকে৷ অনেকেই বলছেন, স্মার্টফোনটি যতই সুন্দর, আকর্ষণীয় হোক না কেন, জাতীয় পতাকার অপমানের সঙ্গে তা জড়িয়ে৷ তা ক্ষমার অযোগ্য৷ তাই ব্ল্যাক শার্ক টু বয়কট করারও আওয়াজ তুলছেন কেউ কেউ৷ এমনও কেউ কেউ আছেন, যারা মোবাইলে গেম খেলতে ভালবাসেন বলেই এই সংস্থার তৈরি নতুন স্মার্টফোনটি কিনবেন বলে ঠিক করেছিলেন৷ কিন্তু বিজ্ঞাপনে উলটো জাতীয় পতাকা দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন৷ কর্তৃপক্ষ অবশ্য এনিয়ে মুখে কুলুপ এঁটেছে৷ বুঝতেই পারছে, ভুল যা হওয়ার হয়ে গিয়েছে৷ এখন ড্যামেজ কন্ট্রোলে নেমে আর কোনও লাভ নেই৷  

[আরও পড়ুন: জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন মুকুলপুত্র শুভ্রাংশু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement