Advertisement
Advertisement

৩৯ জন পাক বন্দিকে মুক্তি দিয়ে শান্তির বার্তা ভারতের

উন্নতির পথে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক৷

In a goodwill gesture India will set 39 Pak prisoners free
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 4:11 am
  • Updated:February 28, 2017 4:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ৩৯ জন পাক বন্দিকে মুক্তি দিয়ে শান্তির নজির বজায় রাখতে চলেছে ভারত৷ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ ৩৯ জন বন্দির মধ্যে ২১ জন সাজাপ্রাপ্ত আসামি৷ এদের সাজার মেয়াদ সম্পূর্ণ হয়েছে৷ বাকি ১৮ জন বন্দি মৎস্যজীবী বলে জানা গিয়েছে৷

(আজ ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকবে অধিকাংশ এটিএম)

সম্প্রতি ভারতীয় জওয়ান বাবুলাল চহ্বনকে মুক্তি দিয়েছে পাকিস্তান৷ প্রতিবেশী দেশের এই পদক্ষেপের পরই দ্রুত ভারতের পক্ষ থেকে পাক বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷ দুই দেশের মধ্যে আলোচনার পর বন্দিদের আগামী ১ মার্চ মুক্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

বন্দিমুক্তির এই ঘটনা ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলাতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷ প্রসঙ্গত, ভারত বরাবরই পাক জঙ্গিনেতা হাফিজ সইদের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে৷ সইদের গ্রেপ্তারি নিয়ে ভারত-পাক আন্তর্জাতিক সম্পর্কে বিস্তর জলঘোলা হলেও অবশেষে পরোক্ষভাবে ভারতের বক্তব্যই সমর্থন করেছে পাকিস্তান৷ দেশের নিরাপত্তার স্বার্থে গৃহবন্দি করেছে সইদকে৷ সেই ঘটনার পর থেকেই পাকিস্তান এবং ভারতের সম্পর্কের খানিক উন্নতি হয়৷ বন্দিমুক্তির বিষয়টি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷

(জানেন, যৌবনে কেমন দেখতে ছিলেন এই তাবড় রাজনীতিবিদরা?)

সম্প্রতি করাচি সাহিত্য উৎসবে ভারতের সহযোগিতা কামনা করেছে পাকিস্তান৷ সব মিলিয়ে দুই দেশের মানুষের সম্পর্কের উন্নতির দিকে যে নজর দেওয়া হচ্ছে তা এককথায় স্পষ্ট৷ ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক পরিকাঠামোর ভিত্তিতে এখনও তেমনভাবে পরিবর্তিত না হলেও, দুই দেশই শান্তি বজায় রাখার মানবিক প্রয়াস চালিয়ে যাচ্ছে ক্রমাগত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement