Advertisement
Advertisement

Breaking News

দেশে প্রথম বিশ্ববিদ্যালয় খুলছে ভারতীয় রেল, মিলবে একাধিক কোর্সে প্রশিক্ষণের সুযোগ

আগামী আগস্টে প্রথম কোর্সের জন্য ৩৫০০ আবেদন জমা পড়েছে৷

In a first Indian railways to open University
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2018 9:51 am
  • Updated:June 11, 2018 9:51 am  

সুব্রত বিশ্বাস, কলকাতা: ভারতে প্রথম ইউনিভার্সিটি খুলল রেল। এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে বিভিন্ন বিভাগে আধিকারিকের পদে যোগ দিতে পারবেন পড়ুয়ারা৷ রেলে উন্নতমানের আধুনিক প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। অথচ এই প্রযুক্তির ব্যবহারে কোনওরকম শিক্ষা বা প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা চালু হয়ে ওঠেনি৷ নেই সিলেবাসও৷ ফলে প্রযুক্তির ক্রমবিকাশের জ্ঞান সঞ্চয় করতে ছুটতে হচ্ছে বিদেশে৷ অত্যন্ত ব্যয়বহুলও সেই শিক্ষা৷ অথচ ভারতে রেলের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গুজরাটের বরোদাতে৷ ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়েতে ইউপিএসসি থেকে পাশ করে আসা অফিসারদের প্রশিক্ষণ হয় সেখানে। সেখানে তাঁরা ফাউন্ডেশন কোর্স, ইন্ডাকশান কোর্স ও প্রফেশনাল কোর্সের প্রশিক্ষণ নিয়ে থাকেন। সঙ্গে চলে ফিল্ডওয়ার্ক৷

[চিকিৎসক কাফিল খানের ভাইকে গুলি করে খুনের চেষ্টা গোরক্ষপুরে]

এই প্রশিক্ষণ কেন্দ্রকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালের বাজেটে এই বিশ্ববিদ্যালয় করার প্রকল্প নেওয়া হয়। বরোদার প্রশিক্ষণ কেন্দ্রকে বিশ্ববিদ্যালয় করতে রেল তৈরি করে ম্যানেজমেন্ট কমিটি।  এরপর ওই কমিটির তত্ত্বাধানে গঠিত হয় ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস-এর ডিন অফ স্ট্যাডি ডঃ প্রমোদ সিনহাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিইওর দায়িত্ব দেওয়া হয়। আগামী আগস্টেই শুরু হবে পঠনপাঠন। ৮০টি সিট রয়েছে।

Advertisement

[আমলা পদে সংঘের লোক ঢোকাতেই সরকারের বিজ্ঞাপন, প্রশ্ন সীতারামের]

বিবিও ও বিএসসি কোর্স দিয়ে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়। উচ্চমাধ্যমিকে ৫৫ শতাংশ নম্বর পাওয়া শিক্ষার্থীরা এই কোর্সের আবেদন করতে পারবেন। আগামী আগস্টে প্রথম কোর্সের জন্য ৩৫০০ আবেদন এসেছে বলে জানা গিয়েছে। রেলে দেশে ৩০০টি প্রশিক্ষণ কেন্দ্রকে এই ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইউনিভাসির্টির আওতায় আনা হয়েছে৷ তবে, এই কোর্স করতে কেমন খরচ হবে, তা এখনও জানানো হয়নি৷ পড়ুয়াদের থাকা-খাওয়া সংক্রান্ত কী ব্যবস্থা রাখা হয়েছে, তাও নিয়েও ধোঁয়াশা রয়েছে৷ রেল সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় চালু হওয়ার বা ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement