Advertisement
Advertisement

Breaking News

একসঙ্গে ভারতীয় বায়ুসেনার কপ্টার উড়িয়ে ইতিহাস পিতা-পুত্রর

রক্তের টান তো ছিলই৷ আরও বড় টান ছিল দেশের জন্য কিছু করার৷

In A First, Father-Son Duo Together Flew IAF's Mi-17 V5
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 4:14 pm
  • Updated:October 2, 2016 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তের টান তো ছিলই৷ আরও বড় টান ছিল দেশের জন্য কিছু করার৷ সেই তাগিদ থেকেই বাবার মতোই বায়ুসেনায় যোগ দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ সিং৷ তখন ধারণা ছিল না এমন সুন্দর ইতিহাস সৃষ্টি করবেন নিজের কো-পাইলটের সঙ্গে৷ কো-পাইলট আর কেউ নন, তাঁরই বাবা এয়ার ভাইস মার্শাল মানবেন্দ্র সিং৷

৩৫ বছর ধরে ভারতীয় বায়ুসেনায় কাজ করছেন মানবেন্দ্র সিং৷ বহু গুরুত্বপূর্ণ স্থানে উড়িয়েছেন চপার, ফাইটার জেট৷ বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েই ২০১১ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ৷ দু’জনের কাছেই এই মুহূর্ত সারা জীবনের সম্পদ৷

Advertisement

14528282_1267109530007024_1045973010_n_1475382233

একই পরিবারের দুই পুরুষের বায়ুসেনার বিমান ওড়ানোর ঘটনা আগে ঘটেছে বটে৷ তবে পুতা-পুত্রের একসঙ্গে  অত্যাধুনিক Mi-17 V5 ফাইটার চপার ওড়ানোর ঘটনা এই প্রথম৷ ইতিহাসে বিরলও বটে৷

শিলংয়ের বজ্র এয়ার ফেস্টে পিতা-পুত্রের এই বিরল মূহূর্তের সাক্ষী ছিলেন আরও দু’জন৷ মানবেন্দ্র ও সিদ্ধার্থর স্ত্রী৷ পুরো পরিবারের কাছে এটি একটি অমর স্মৃতি বলে মনে করেন সিদ্ধার্থর স্ত্রী স্মৃতি সিং৷ বায়ুসেনার তরফেও দুই অফিসারকে সম্বর্ধনা দেওয়া হয়েছে৷

14556041_1267109516673692_761726819_n_1475382564

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement